মেটা কোম্পানির জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রামে আবার সমস্যা দেখা দিয়েছে। আজ বুধবার সন্ধ্যার পর থেকে বিপুলসংখ্যক ব্যবহারকারী অ্যাপ দুটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন।
কিছুদিন আগেও ফেসবুক ও ইনস্টাগ্রাম সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় দেড় ঘণ্টা পর স্বাভাবিক হয় প্ল্যাটফর্ম দুটি। ওই সময়ও মেটা কর্তৃপক্ষ এই সমস্যা কারণ স্পষ্ট করেনি।
ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করতে না পেরে অনেকে ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্মে গিয়ে হতাশা প্রকাশ করছেন।
সমস্ত ওয়েবসাইটে বিভ্রাটের লগ সংরক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরেও বিপুলসংখ্যক ব্যবহারকারী মেটার প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ফেসবুক এবং ইনস্টাগ্রাম কাজ করছে না।’ আরেকজন লিখেছেন, ‘ফেসবুক এবং ইনস্টাগ্রাম, কী হয়েছে?’
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ওয়েবসাইটগুলো বন্ধ আছে কি না তা পরীক্ষা করার জন্য এক্স–এ হুমড়ি খেয়ে পড়েছেন।’
ডাউনডিটেক্টরের প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা ৭টার পর থেকে রাত ১০টা পর্যন্ত কয়েক হাজার ব্যবহারকারী ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন।
তবে ফেসবুকের পক্ষ থেকে এ ব্যাপারে রাত পৌনে ১১টা পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।