Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্ট্যান্ট ভিডিও চ্যাটসহ নতুন কয়েকটি ফিচার

প্রযুক্তি ডেস্ক

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্ট্যান্ট ভিডিও চ্যাটসহ নতুন কয়েকটি ফিচার

নতুন বেশ কয়েকটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে এগুলো বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে। চ্যাট ট্রান্সফার, ভিডিও কলের জন্য ল্যান্ডস্কেপ মোড এবং অপরিচিত নম্বর থেকে আসা কল সাইলেন্স মোডে রাখা—এই ফিচারগুলো এরই মধ্যে আইওএসে বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে। 

অ্যান্ড্রয়েড সংস্করণে বেটা ভার্সনে আসা একটি ফিচার ব্যবহারকারীদের কোনো মেসেজ ফরোয়ার্ড করার সময় নতুন গ্রুপ তৈরি করার সুযোগ দিচ্ছে। পছন্দের বার্তাটি সঙ্গে সঙ্গে তিনি একটি গ্রুপ তৈরি করে সেখানে ফরোয়ার্ড করতে পারবেন। 

ব্যবহারকারীদের ভিডিও বার্তা শেয়ারের দারুণ একটি ফিচারও আসছে। নতুন ফিচারে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ রিয়েল-টাইম ভিডিও শেয়ার করতে পারবেন। এটি এরই মধ্যে বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে। এই ঘোষণাটি মার্ক জাকারবার্গ হোয়াটসঅ্যাপ অফিশিয়াল ব্লগ পোস্টে শেয়ার করেছেন। 

আরেকটি বড় খবর হলো: গ্রুপ চ্যাটের মধ্যেই গ্রুপে নতুন অংশগ্রহণকারীদের সহজে এবং দ্রুত যোগ করার একটি নতুন শর্টকাট ফিচার আসছে। এটিও বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে। 

এই ফিচারের সুবিধা হলো, গ্রুপ ইনফরমেশন সেকশনে প্রবেশ না করেই নতুন ব্যবহারকারীকে এতে যুক্ত করা যাবে। এতে নতুন সদস্য গ্রুপের মেসেজগুলো পড়তে ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। 

এই ফিচারে একটি ব্যানার থাকবে। সেখানে ট্যাপ করেই গ্রুপে নতুন সদস্য যোগ করা যাবে। ব্যানারটিই গ্রুপে সদস্য যুক্ত করার সুযোগ দেবে। বর্তমানে যেখানে গ্রুপ ইনফো স্ক্রিনে গিয়ে এই কাজটি করতে হয়। নতুন ফিচার এলে আর এই স্ক্রিনে যেতে হবে না। 

রিয়েল টাইমে ভিডিও বার্তা পাঠানোর নতুন ফিচারটির ব্যবহারও অত্যন্ত সহজ। ভিডিও মোডে যাওয়ার জন্য ট্যাপ করে চেপে ধরে থাকলেই ভিডিও রেকর্ড হবে। চ্যাটিংয়ের সময়ই সেই ভিডিও শেয়ার করা যাবে। আবার ওপরের দিকে সোয়াইপ করেও হ্যান্ডসফ্রি মোডে ভিডিও রেকর্ড করা যাবে।

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম