Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে টিকটকের প্রথম চ্যালেঞ্জ

প্রযুক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে টিকটকের প্রথম চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেছে টিকটক। গতকাল সোমবার (২২ মে) এই মামলা করে চীনভিত্তিক শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। গত ১৭ মে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ করা হয়। ফলে সেখানে ব্যক্তিগত ডিভাইসে টিকটক ব্যবহার করা যাবে না। গত বুধবার (১৭ মে) মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এই নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেন। আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, টিকটকের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ব্যবসা এবং মন্টানার লাখ লাখ টিকটক ব্যবহারকারীর সুরক্ষার জন্য আমরা মন্টানার অসাংবিধানিক নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করছি।’

টিকটিক নিষিদ্ধের পর প্ল্যাটফর্মটি এক বিবৃতিতে জানিয়েছিল, ‘মন্টানায় লাখ লাখ মানুষ প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। এই নিষেধাজ্ঞা মন্টানার জনগণের প্রথম সংশোধনী অধিকার লঙ্ঘন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মন্টানাবাসীদের আশ্বস্ত করতে চাই যে, তারা নিজেদের প্রকাশে, জীবিকা উপার্জনে এবং নিজেদের সম্প্রদায় খুঁজে পেতে টিকটকের ব্যবহার চালিয়ে যেতে পারেন। কারণ, আমরা মন্টানার ভেতরে ও বাইরে আমাদের ব্যবহারকারীদের অধিকার রক্ষা করতে কাজ চালিয়ে যাচ্ছি।’

টিকটক নিষিদ্ধের আইনে বলা হয়েছে, মন্টানার সীমানার ভেতরে অবস্থান করে কেউ টিকটক ব্যবহার করতে পারবেন না। আইন অমান্য করলে প্রতিদিন হিোবে ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে। এমনকি অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরগুলো থেকে টিকটক সরিয়ে নিতে হবে। তা না হলে প্রতিষ্ঠানগুলোকেও জরিমানা করা হবে। 

গত মাসে মন্টানার আইনপ্রণেতারা ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধের একটি বিল ৫৪ ভোট পেয়ে পাস করেন। অন্যদিকে বিলটি পাস না করার পক্ষে ভোট পড়ে ৪৩টি। গত ডিসেম্বরে সরকারি ডিভাইসে অ্যাপটি নিষিদ্ধ করে মন্টানা।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক