হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

ভয়েস ম্যাসেজ ‘পড়ার’ সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক

বেশির ভাগ সময় বড় ম্যাসেজ দেওয়ার ক্ষেত্রে ভয়েস ম্যাসেজ সুবিধা ব্যবহার করে থাকেন ব্যবহারকারীরা। তবে অপর ব্যবহারকারী ভয়েস ম্যাসেজ শুনতে স্বচ্ছন্দবোধ না-ও করতে পারেন। তা ছাড়া উচ্চারণ অস্পষ্ট হলে ভয়েস মেসেজের সব তথ্য না বোঝার সম্ভাবনাও থেকে যায়। আবার অপর পাশের ব্যবহারকারী শ্রবণপ্রতিবন্ধী হলে ভয়েস ম্যাসেজ শুনতেই পাবেন না। এসব বিষয় বিবেচনা করে ভয়েস ম্যাসেজ পড়ার সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকটাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন’ নামের নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারী তাঁর কাছে আসা ভয়েস ম্যাসেজ লিখিত আকারে পড়তে পারবেন। ফলে গুরুত্বপূর্ণ সব তথ্য না শুনেই জানার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এ ছাড়া কোনো কারণে ভয়েস মেসেজে থাকা সব শব্দ শনাক্ত করতে না পারলে তা-ও জানাবে হোয়াটসঅ্যাপ। ফলে তথ্য বিকৃতির আশঙ্কা কম থাকবে। 

নতুন এই ফিচার আসার ব্যাপারে জানা গেলেও ঠিক কবে আসছে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পরবর্তী আপডেটের সঙ্গে এই ফিচার ব্যবহারের সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা। 

গত মাসে হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস দেওয়ার সুবিধা নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। চ্যাটে ভয়েস নোট পাঠানোর মতো করে পোস্ট করা যাচ্ছে ভয়েস স্ট্যাটাস। তবে আপাতত বেটা টেস্টাররাই এই ফিচার ব্যবহার করতে পারছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটব্রিজের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আপাতত সর্বোচ্চ ৩০ সেকেন্ড ব্যাপ্তির ভয়েস স্ট্যাটাস দিতে পারবেন। ছবি, ভিডিও ও টেক্সট মেসেজের মতোই স্ট্যাটাস আপডেটে ভয়েস নোট পোস্ট করলে তা ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে। চাইলে স্ট্যাটাস আপডেটে ভয়েস নোট পোস্ট করার পরে তা ডিলিটও করা যাবে। আপাতত নির্বাচিত ব্যবহারকারীদের ফোনে পরীক্ষামূলকভাবে এই ফিচার পাঠানো হলেও শিগগির সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। 

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক