Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

এক্স ব্যবহারের জন্য ফি আরোপের পরিকল্পনা ইলন মাস্কের

অনলাইন ডেস্ক

এক্স ব্যবহারের জন্য ফি আরোপের পরিকল্পনা ইলন মাস্কের

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারের জন্য ফি দিতে হতে পারে। সব ব্যবহারকারীর জন্য সাবস্ক্রিপশন ফি আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অর্থের বিনিময়ে ব্যবহারের ব্যবস্থা করলে এ প্ল্যাটফর্মে বট, স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বা নকল অ্যাকাউন্টের উৎপাত রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন মাস্ক।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে টেসলার সিইও ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক্স ব্যবহারকারীদের অর্থের বিনিময়ে সেবার আওতায় আনার কথা উল্লেখ করেন। বর্তমানে শুধু সাবস্ক্রিপশন পরিষেবা এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রে আইফোনে এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার ও যুক্তরাজ্যে ১১ পাউন্ড পরিশোধ করতে হয়। অর্থের বিনিময়ে দেওয়া সুবিধাগুলোর মধ্যে ভেরিফায়েড অ্যাকাউন্ট চেকমার্ক উল্লেখযোগ্য।

মাস্ক বলেন, ‘আমরা এ প্ল্যাটফর্ম ব্যবহারের পরিবর্তে অল্প পরিমাণে মাসিক অর্থ পরিশোধের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। বট সেটআপে খুবই কম পয়সা খরচ হয়। তাই কয়েক ডলারের বিনিময়ে অ্যাকাউন্ট ব্যবহারের ব্যবস্থা করলে বট তৈরিকারীরা এ সফটওয়্যার থেকে দূরে থাকবে। এ ছাড়াও বট তৈরিকারী যতবার বট তৈরি করতে যাবে তাঁকে ভিন্ন অর্থ পরিশোধের পদ্ধতি অবলম্বন করতে হবে।’

কোনো পূর্ব চিন্তা ছাড়া এর আগেও অনেক বক্তব্য মাস্ক দিয়েছেন, যা পরে আর বাস্তবায়িত হয়নি। তাই অর্থ পরিশোধ নীতি নিয়েও এ প্ল্যাটফর্ম কতটা নিশ্চিত তাঁর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। সংস্থাটির কাছে এ বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হয়েছে।

মাস্ক বলেন, এক্স প্ল্যাটফর্মের মাসিক ৫৫ কোটি ব্যবহারকারী রয়েছে, যারা দৈনিক ২ কোটি পোস্ট করেন। অর্থায়নের আওতায় আনার যোগ্য দৈনিক ব্যবহারকারীর সংখ্যা নিশ্চিত করতে এর আগে এই প্ল্যাটফর্ম ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল। মাস্ক কিনে নেওয়ার আগে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ কোটি ৮০ লাখ।

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম