মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ প্রথমবারের ‘জু-জিতসু’ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। জুজুৎসু মূলত মার্শাল আর্টের জাপানি একটি সংস্করণ। এতে কোনো প্রকার অস্ত্র ব্যবহার না করে বা ছোট অস্ত্র ব্যবহার করে অস্ত্রধারী বা ঢাল ব্যবহারকারী বিপক্ষকে পরাস্ত করতে হয়। প্রথমবারেই অসাধারণ নৈপুণ্য দেখান তিনি। টুর্নামেন্টে একই সঙ্গে স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন জাকারবার্গ। স্মরণীয় এই ইভেন্টের ছবির অ্যালবাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।
অ্যালবামটি শেয়ার করার পর থেকে তার পোস্টে ১ লাখ ৫০ হাজারেরও বেশি লাইক এবং বেশ কয়েকটি মন্তব্য পরেছে।