হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

যে কারণে থ্রেডসকে সব দিক দিয়ে ছাড়িয়ে যাচ্ছে ব্লুস্কাই

প্রযুক্তি ডেস্ক   

ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোডকৃত অ্যাপ। ছবি: জিডিনেট

মার্ক জাকারবার্গের থ্রেডসকে ছাড়িয়ে যাচ্ছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। ব্লুস্কাইয়ের ব্রাউজার সংস্করণটি কয়েক সপ্তাহ আগে মোট সক্রিয়তায় থ্রেডসকে ছাড়িয়ে গেছে। অন্যদিকে অ্যাপটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ৩৫ লাখ। যা থ্রেডসের তুলনায় মাত্র দেড় গুণ কম। অথচ চলতি মাসের শুরুতেও ব্লুস্কাইয়ের চেয়ে থ্রেডসের ব্যবহারকারী ছিল ৫ গুণ।

বর্তমানে ব্লুস্কাইয়ের মোট ব্যবহারকারী ২ কোটি ২১ লাখের বেশি। আর গত সেপ্টেম্বরে থ্রেডসের মোট ব্যবহারকারী ছিল ২০ কোটি।

মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।

সম্প্রতি বিভিন্ন সেলিব্রিটি, যেমন: পপ গায়িকা লিজো, টাস্ক মাস্টারের গ্রেগ ডেভিস, বেন স্টিলার, জেইমি দি কারটিস ও প্যাটন অসওয়াল্টসহ আরও অনেকেই ব্লুস্কাইয়ে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মেটা প্ল্যাটফর্ম বেশ পুরোনো হলেও তাদের থ্রেডসের তুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ব্লুস্কাই ব্যবহারে বেশি আগ্রহী। এর কারণ হিসেবে বলা হচ্ছে, থ্রেডসে রাজনৈতিক বিষয়ে আলোচনার সুযোগ কম। সেখানে নিজের মতো করে কথা বলার সুযোগ নেই।

সমালোচকেরা মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্কের এক্স (সাবেক টুইটার) ডোনাল্ড ট্রাম্পের অনুকূলে থাকার চেষ্টা করায় রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে এর অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ব্লুস্কাই ব্যবহারে আগ্রহ বেড়েছে। সিমিলার ওয়েব–এর বরাতে এক প্রতিবেদনে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, নির্বাচনের দিন থেকে ব্লুস্কাইয়ের ব্যবহারকারীর সংখ্যা ৩০০ শতাংশ বেড়ে গেছে। সাংবাদিক, অ্যাকাডেমিক ও বিভিন্ন কোম্পানি ইলন মাস্কের এক্স থেকে দ্রুত ব্লুস্কাইয়ে চলে যাচ্ছে এবং ব্লুস্কাই তাদের পছন্দের প্ল্যাটফর্ম হয়ে উঠছে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের রাজনৈতিক সম্পর্কের কারণে অনেকে এক্স ছেড়ে ব্লুস্কাই ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। সমালোচক ম্যাক্স রিড বলেন, ব্লুস্কাই এখন রাজনৈতিকভাবে সক্রিয় মানুষের প্ল্যাটফর্ম। এই লোকদের সাহায্যেই যাত্রার শুরু থেকেই সাবেক টুইটার বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

তবে, ব্লুস্কাই এখনো পরীক্ষামূলক পর্যায়েই আছে বলা যায়। এর কিছু ত্রুটি রয়েছে: সাইট ডাউন হয়ে যাওয়া, প্রযুক্তিগত সমস্যা ও প্রতারণামূলক কার্যক্রম। যেহেতু ব্লুস্কাইতে ব্যবহারকারী দ্রুতগতিতে বাড়ছে, তাই এ ধরনের সমস্যাগুলোর দ্রুত সমাধান গ্রাহকদের কাম্য।

২০২১ সালে ব্লুস্কাই উন্মোচন করেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। অবশ্য এখন আর তিনি ব্লুস্কাইয়ে নেই। বর্তমানে ব্লুস্কাই পরিচালনার ভার ও প্রধান মালিকানা সিইও জে গ্রেবারের হাতে। এটি যুক্তরাষ্ট্রের পাবলিক বেনিফিট করপোরেশন হিসেবে কার্যক্রম চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম

ফেসবুক–টিকটককে লক্ষ্য করে ভিয়েতনামে কঠোর ইন্টারনেট আইন

কিশোর হত্যার জেরে আলবেনিয়ায় নিষিদ্ধ টিকটক

থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী এখন ১০ কোটি

মাদক বিক্রি বন্ধে ফেসবুক–টিকটকের সঙ্গে বসছে ট্রাম্পের প্রতিনিধিদল

সেকশন