Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

অ্যান্ড্রয়েডের কারণেই হোয়াটসঅ্যাপে গোপনীয়তা ত্রুটি, স্বীকার করল গুগল 

প্রযুক্তি ডেস্ক

অ্যান্ড্রয়েডের কারণেই হোয়াটসঅ্যাপে গোপনীয়তা ত্রুটি, স্বীকার করল গুগল 

মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের কথা আড়ি পেতে শুনছে। টুইটারে এক পোস্টে সম্প্রতি এমন দাবি করেন টুইটারের এক ইঞ্জিনিয়ার। তবে হোয়াটসঅ্যাপ দাবি করে এই ত্রুটি অ্যান্ড্রয়েডের। গুগলও স্বীকার করে নিয়েছে এই ত্রুটির কথা। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটনাওয়ের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ দাবি করে, এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সমস্যা। হোয়াটসঅ্যাপের সব মেসেজ ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত। গুগলের একজন মুখপাত্র বিষয়টি স্বীকার করে বলেন, ‘অ্যান্ড্রয়েডে একটি ত্রুটি থাকার ফলেই এভাবে স্বয়ংক্রিয় ভাবেই মাইক্রোফোন চালু হয়েছিল। 

তিনি আরও বলেন, ‘তদন্তের পর বুঝতে পেরেছি একটা ত্রুটি থাকার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তায় হস্তক্ষেপ করছিল অ্যান্ড্রয়েড। এই ত্রুটির ফলে প্রাইভেসি ইন্ডিকেটর এবং প্রাইভেসি ড্যাশবোর্ডে নোটিফিকেশনগুলো ভয়ংকর ভাবে প্রভাবিত হচ্ছিল। আমরা এই ত্রুটি সমাধানে কাজ শুরু করেছি।’

এর আগে, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়ি পাতার দাবি করা টুইটটি ব্যাপকভাবে ভাইরাল হয়। টুইটে তিনি লেখেন, ‘যখন আমি ঘুমিয়ে ছিলাম এবং ভোর ৬টায় জেগে ওঠার পর থেকে হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে (ফোনের) মাইক্রোফোন ব্যবহার করছে। কী হচ্ছে এসব?’ পরবর্তীতে পোস্টটি রিটুইট করে মাস্ক লেখেন, হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক