Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

কানাডায় ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ হলেও ব্যবহারকারী কমেনি

অনলাইন ডেস্ক

কানাডায় ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ হলেও ব্যবহারকারী কমেনি

কানাডায় ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ করা হলেও ব্যবহারকারীর সংখ্যায় তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছে। বেসরকারি ডেটা ট্রাকিং কোম্পানির তথ্যের ভিত্তিতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত জুলাইতে কানাডা সরকার ডিজিটাল প্লাটফর্মে সংবাদ প্রকাশে নতুন আইন করে। এই আইন অনুযায়ী, গুগল বা ফেসবুক কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ তাদের প্লাটফর্মে প্রকাশ করলে সংবাদ প্রকাশককে তার জন্য অর্থ দিতে হবে। 

নতুন আইনে অসন্তুষ্ট হয়ে মেটা কানাডার সংবাদ ফেসবুকে প্রকাশ বন্ধের পাশাপাশি আগের নিউজের লিংকও মুছে ফেলে। এই পদক্ষেপের ফলে কানাডার সরকারের তীব্র সমালোচনার মুখোমুখি হয় মেটা। 

ডিজিটাল ডেটা বিশ্লেষণ কোম্পানি সিমিলারওয়েব বলছে, আগস্ট মাসের শুরু থেকে মেটা কোম্পানি কানাডার ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ করে। তাতেও প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেনি।

আরেকটি ডেটা বিশ্লেষণ কোম্পানি ডেটাডটএআই বলছে, এই প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

গত জুন মাসে কানাডার সংসদে ‘দ্য অনলাইন নিউজ অ্যাক্ট’ পাস করা হয়। কানাডার সংবাদ প্রকাশকদের কনটেন্ট ব্যবহারের জন্য এই আইনটি গুগল ও মেটার মতো প্ল্যাটফর্মগুলিকে প্রকাশকদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে বাধ্য করে ৷ 

মেটা ও গুগল উভয় কোম্পানি বলছে, এ আইন তাদের ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

মেটা বলছে, সংবাদের লিংকগুলি ফেসবুক ফিডের ৩ শতাংশেরও কম কনটেন্ট তৈরি করে ও কোম্পানির কাছে এর কোনো অর্থনৈতিক মূল্য নেই।

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম