Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপের নতুন দুই নিরাপত্তা ফিচার 

প্রযুক্তি ডেস্ক

হোয়াটসঅ্যাপের নতুন দুই নিরাপত্তা ফিচার 

ব্যবহারকারীদের জন্য নিয়মিতই নতুন নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড, আইওএস এর পাশাপাশি পিসির জন্যও যুক্ত করা হয়েছে বিভিন্ন সুবিধা। আবার কিছু সুবিধা শিগগিরই আনার ঘোষণা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন তিনটি ফিচার এনেছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নতুন দুই ফিচারের ফলে ব্যবহারকারীদের আদান-প্রদান করা তথ্য আগের তুলনায় আরও বেশি নিরাপদ থাকবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, নতুন ২টি নিরাপত্তা ফিচারগুলো হলো-  ‘অ্যাকাউন্ট প্রটেক্ট’ ও ‘ডিভাইস ভেরিফিকেশন’। হোয়াটসঅ্যাপ জানিয়েছে অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণে নতুন নিরাপত্তা সুবিধাগুলো ব্যবহার করা যাবে। ‘অ্যাকাউন্ট প্রটেক্ট’ সুবিধার ফলে নতুন ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করলেই পুরোনো ফোনে সতর্কবার্তা দেখতে পাবেন ব্যবহারকারী। অ্যাকাউন্টের মালিক নিশ্চিত করলেই কেবল নতুন ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি চালু করা যাবে। এতে করে ব্যবহারকারীর অজান্তে অন্য কেউ তাঁর অ্যাকাউন্ট স্থানান্তর করে ব্যবহার করতে পারবেন না।

অনেক সময় গোপন ম্যালওয়্যার ইনস্টলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের তথ্য চুরি করে থাকেন হ্যাকাররা। এ সমস্যার সমাধান পাওয়া যাবে ‘ডিভাইস ভেরিফিকেশন’ সুবিধায়। এই সুবিধা ব্যবহারকারীদের ডিভাইস ম্যালওয়্যার আক্রমণ করে হোয়াটসঅ্যাপের তথ্য চুরি করতে পারবেন না হ্যাকাররা।

এদিকে কোনো পণ্য কেনার পর চ্যাটের মধ্যেই মূল্য পরিশোধের সুবিধা এনেছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম। ফলে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সেবার প্রয়োজন হবে না বিক্রেতা ও ক্রেতার। পণ্য পছন্দের পর পেমেন্ট অপশনে ক্লিক করলেই সরাসরি বিক্রেতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ চলে যাবে।

প্রযুক্তি বিষয়ক অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সুবিধা পেতে ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপের ‘পেমেন্ট’ নামের নতুন টুল। অন্য অ্যাপে গিয়ে বা কোনো লিংকে ক্লিক না করে হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি মূল্য পরিশোধ করা যাবে নতুন এই সুবিধার ফলে। প্রাথমিকভাবে ব্রাজিলে এ সুবিধা চালু করা হয়েছে।

ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো টুলটির মাধ্যমে পেমেন্ট গেটওয়ের সহায়তা ছাড়াই অর্থ সংগ্রহ করতে পারবে। ফলে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সেবা ব্যবহারে অতিরিক্ত খরচ করতে হবে না প্রতিষ্ঠানগুলোর।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক