হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

স্ন্যাপচ্যাটের একাধিক মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি

প্রযুক্তি ডেস্ক

নিজস্ব সাউন্ড লাইব্রেরির ভান্ডার বড় করতে নতুন করে একাধিক মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। এই লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন গানের ক্লিপ নিজের স্ন্যাপ বা স্টোরিতে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাট জানিয়েছে, চুক্তিতে অংশগ্রহণকারী লেবেলগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেডমাস্টার্স, নেদারল্যান্ডসের বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটাল লাইসেন্সিং এজি।

স্ন্যাচ্যাট আরও জানায়, ইউনাইটেডমাস্টার্স মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করা একদল বাছাইকৃত গায়ক ও গীতিকারের কাজও সাউন্ড লাইব্রেরিতে পাওয়া যাবে। আর স্থানীয় শিল্পীদের গান যোগ হবে বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটালের লাইব্রেরি থেকে। 

ইউনাইটেড মাস্টার্সের সঙ্গে কাজ করা উদীয়মান শিল্পীরা ‘সাউন্ড ক্রিয়েটর ফান্ড’— এর মাধ্যমে বিভিন্ন অনুদানের জন্য বিবেচিত হবেন।  

এদিকে প্ল্যাটফর্মে অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা এনেছে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চু য়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারবে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পাবেন। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হবে। স্ন্যাপচ্যাট জানিয়েছে, ভার্চুয়াল দোকানে পরিধানসামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম

ফেসবুক–টিকটককে লক্ষ্য করে ভিয়েতনামে কঠোর ইন্টারনেট আইন

কিশোর হত্যার জেরে আলবেনিয়ায় নিষিদ্ধ টিকটক

থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী এখন ১০ কোটি

মাদক বিক্রি বন্ধে ফেসবুক–টিকটকের সঙ্গে বসছে ট্রাম্পের প্রতিনিধিদল

সেকশন