Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

টুইটারকে ভুয়া ছবি, ভিডিও শনাক্তে সহায়তা করবে ব্যবহারকারীরা 

প্রযুক্তি ডেস্ক

টুইটারকে ভুয়া ছবি, ভিডিও শনাক্তে সহায়তা করবে ব্যবহারকারীরা 

ভুয়া তথ্যের সন্ধান জানতে গত ডিসেম্বরে সবার জন্য ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে টুইটারকে সরাসরি জানানোর সুযোগ পাবেন। কমিউনিটি নোটস আগে ‘বার্ডওয়াচ’ নামে পরিচিত ছিল। এটি টুইটার ব্যবহারকারীদের সহায়তায় তথ্য যাচাইয়ের ব্যবস্থা। এই সুবিধার আওতায় এবার ছবি ও ভিডিও যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। ফলে এখন থেকে টুইটারকে ভুয়া ছবি, ভিডিও শনাক্ত সহায়তা করবে ব্যবহারকারীরা। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি, ভিডিও বানানো এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করার প্রবণতা বেড়েছে। তবে এতে করে অনেক ভুয়া ছবি, ভিডিওতে সয়লাব হচ্ছে প্ল্যাটফর্মগুলো। 

সম্প্রতি, এআই দিয়ে বানানো ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের একটি ভুয়া ছবিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নিজেদের প্ল্যাটফর্মে এসব ভুয়া কনটেন্ট কমিয়ে আনতেই ‘কমিউনিটি নোটস’ সুবিধার আওতায় এবার ছবি ও ভিডিও যুক্ত করেছে টুইটার।

কমিউনিটি নোটস এর সুবিধা চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন না। যে সকল অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা ভঙ্গ করেনি এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টগুলো এ সুবিধা পাবে। পাশাপাশি ব্যবহারকারীদের ফোন নম্বরও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে অ্যাপের পাশাপাশি ওয়েব ভার্সনেও এ সুবিধা ব্যবহার করার সুযোগ থাকছে।

ব্যবহারকারীরা তাদের তথ্য প্রদান করলে তা যাচাই করবে টুইটার। পরবর্তীতে তাদের একটি স্কোর দেওয়া হবে। পাঁচ নম্বর পেলে সরাসরি নোটস লেখা যাবে। তবে কোনো ব্যবহারকারীর নোটে অন্য ব্যবহারকারীরা একাধিক ‘নট হেল্প ফুল’ রেটিং দিলে কমিউনিটি নোটস লেখার সুবিধা বাতিল হয়ে যাবে।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক