Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

টিকটকে এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করে আয়ের সুযোগ

প্রযুক্তি ডেস্ক

টিকটকে এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করে আয়ের সুযোগ

ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয়ের সুযোগ এনেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এই সুবিধা দিতে ‘ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটক জানিয়েছে, তবে এই উপায়ে খুব বেশি আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা। ফিল্টার ও ইফেক্ট থেকে আয় করতে হলে এগুলো ৯০ দিনের মধ্যে ন্যূনতম ৫ লাখ টিকটক ব্যবহারকারীর ভিডিওতে ব্যবহৃত হতে হবে। এতে করে সে ফিল্টার  নির্মাতার আয় হবে ৭০০ ডলার। পাঁচ লাখের পর প্রতি লাখের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ, কোনো নির্মাতার তৈরি ফিল্টার বা ইফেক্ট যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহিত হয়, তবে সেই নির্মাতা মোট ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন। 

ভাইরাল ফিল্টার ও ইফেক্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ কঠিন করেছে টিকটক। কারণ, নির্মাতার তৈরি ফিল্টার ও ইফেক্ট অন্য কোনো নির্মাতা নিজের ১০টি ভিডিওতে ব্যবহার করলেও সেটি মাত্র একটি ভিডিও হিসেবেই গণ্য করা হবে। ফলে ৯০ দিনে ৫ লাখ ভিন্ন ভিন্ন ব্যবহারকারী নিজেদের ভিডিওতে এসব ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে।

এদিকে, টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক