টুইটারের মালিক হওয়ার পর থেকেই প্ল্যাটফর্মটিতে নানা সংস্কার করছেন ধনকুবের ইলন মাস্ক। ভেরিফায়েড অ্যাকাউন্ট বজায় রাখতে ফি নির্ধারণের পর এবার ব্যবহারকারীদের টুইট পড়ার সংখ্যা সীমিত করার পদক্ষেপ নিলেন তিনি।
নতুন বিধিনিষেধ অনুযায়ী, ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারকারী প্রতিদিন ১০ হাজার, আনভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারকারী ১ হাজার এবং নতুন আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ৫০০ পোস্ট বা টুইট পড়া যাবে।
ডাউন ডিটেক্টর নামের একটি ওয়েবসাইটে জানানো হয়েছে, গত শুক্রবার টুইটারের পক্ষ থেকে এমন ঘোষণার পর শনিবার সকাল থেকেই প্রভাব পড়তে শুরু করে।