Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

নিরাপদে ফেসবুক ব্যবহারে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

প্রযুক্তি ডেস্ক

নিরাপদে ফেসবুক ব্যবহারে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে এখন ফেসবুক বেশ জনপ্রিয়। এর মাধ্যমে যোগাযোগ অনেক সহজ হয়েছে। অনেকেই জীবনে নতুন ছন্দ খুঁজে পেয়েছেন ফেসবুকের কল্যাণে। তবে এর কারণে অনেক সময় জীবনে ছন্দপতনও ঘটতে পারে। এ জন্য নিরাপদে ফেসবুক ব্যবহারের দিকে একটু খেয়াল রাখতে হবে। কিছু বিষয়ের দিকে খেয়াল রাখলেই এ ক্ষেত্রে নিরাপদ থাকা যায়—

  • সংযুক্ত হওয়ার আগে প্রতিটি ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে ভালো করে খোঁজ নিন। নিশ্চিত হয়ে নিন, যে লোকটির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আসলেই সেই ব্যক্তিই।

  • আপনার ব্যাংকিং এবং অর্থনৈতিক তথ্য সংরক্ষণ করুন। কখনো আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা অন্য কোনো অর্থনৈতিক তথ্য ফেসবুকে শেয়ার করবেন না।

  • অচেনা ব্যক্তি সম্পর্কে সতর্ক হোন। এমন কাউকে ফেসবুকে সংযুক্ত করবেন না, যাকে আপনি চেনেন না।

  • আপনার পাসওয়ার্ডটি নিরাপদ রাখুন। অন্য ওয়েবসাইট এবং ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড একই না রাখা ভালো। আপনার পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না। অনলাইনে কোথাও আপনার পাসওয়ার্ড লিখে রাখবেন না।

  • ভাইরাস যাতে আপনার কম্পিউটার, মোবাইল বা অন্য ডিজিটাল ডিভাইসে, যেখানে আপনি ফেসবুক ব্যবহার করছেন, সেটিকে আক্রমণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

  • সন্দেহজনক বা ঝুঁকিপূর্ণ লিংকে কখনো ক্লিক করবেন না। এই লিংক কোনো বন্ধু বা কোনো চেনাজানা কোম্পানি থেকে এলেও তাতে আপনার ক্লিক না করাই উত্তম।

  • আপনি যে কম্পিউটার ব্যবহার করছেন, সেটি যদি অন্য ব্যক্তিদের ব্যবহারের সুযোগ থাকে, তাহলে অবশ্যই ফেসবুক ব্যবহার শেষে লগ আউট করুন।

তথ্যসূত্র: ফেসবুক, ক্যাসপারস্কি ডটকম

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম