সম্প্রতি চারটি অ্যান্ড্রয়েড ফোনে একই অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করেছিল হোয়াটসঅ্যাপ। এই সুবিধাকে বলা হয় ‘কমপ্যানিয়ন মোড’। অ্যান্ড্রয়েডের পর এবার আইফোনেও এই সুবিধা চালু করছে মেটার মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা চালু হলে সর্বোচ্চ তিনটি আইফোনকে সেকেন্ডারি ফোন হিসেবে যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে আলাদাভাবে চারটি আইফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
এদিকে, ‘স্ট্যাটাস আর্কাইভ’-এর ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সংগ্রহে রাখার পাশাপাশি পরবর্তী সময়ে এগুলো আবার শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওয়েবেটাইনফো নতুন ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে দেখা যায়, ফিচারটি চালু হওয়ার পর ‘স্ট্যাটাস’ ট্যাবে একটি ‘ব্যানার’ দেখা যাবে, যা দেখে নিজের অ্যাকাউন্টে ‘স্ট্যাটাস আর্কাইভ’ সুবিধাটি চালু হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দিলে তা সাধারণত ২৪ ঘণ্টা পরে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে নতুন ‘স্ট্যাটাস আর্কাইভ’ ফিচার চালু হলে ব্যবহারকারীর সেই স্ট্যাটাস রয়ে যাবে সংগ্রহে। ফলে পুরোনো স্ট্যাটাসগুলো আবার শেয়ারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। স্ট্যাটাসগুলো ৩০ দিনের জন্য সংরক্ষিত থাকবে। আপাতত অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে চালু হয়েছে এই ফিচার।