হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৪টি ফোনে ব্যবহার করা যাবে 

প্রযুক্তি ডেস্ক

এখন থেকে একটি নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে চারটি মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। এর আগে একটি নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি মোবাইল ফোনেই ব্যবহার করা যেত। নতুন কোনো ফোনে হোয়াটসঅ্যাপে লগইন করা হলে আগের ফোন থেকে লগআউট হয়ে যেত।

আজ ২৬ এপ্রিল মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে জানান, এখন থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৪টি ফোনে ব্যবহার করা যাবে ।  এর আগে, আপাতত ব্যবহারকারীরা শুধু একটি ফোন ও একাধিক ডেস্কটপ ডিভাইসে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করতে পারতেন। 

এদিকে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে সেটিংস অপশনে সার্চ বার যুক্ত করছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে নির্দিষ্ট সেটিংস সহজেই খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে এই সুবিধা আগে থেকেই রয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে এরই মধ্যে সেটিংস অপশনে পরীক্ষামূলকভাবে সার্চ বার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। সব ঠিক থাকলে শিগগির সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই সুবিধা পাবেন।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক