হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

ফরওয়ার্ড করা কনটেন্টের জন্য যে নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক

এই ফিচারটি ব্যবহারকারীদের পাঠানো মেসেজে, যেমন টেক্সট, ডকুমেন্ট ইত্যাদির সঙ্গে কাস্টম মেসেজ যোগ করার সুযোগ দেয়। ছবি: মোবাইল সিরাপ

বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ ব্যবহার করে ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মের জন্য নতুন একটি ফিচার নিয়েছে এসেছে মেটা, যার মাধ্যমে ফরওয়ার্ড করা মেসেজগুলোর কাস্টমাইজ করা আরও সহজ হবে। এই ফিচারটি ব্যবহারকারীদের পাঠানো মেসেজে, যেমন টেক্সট, ডকুমেন্ট ইত্যাদির সঙ্গে কাস্টম মেসেজ যোগ করার সুযোগ দেয়। বর্তমানে কিছু বেটা টেস্টারের জন্য এই ফিচারটি চালু করা হয়েছে।

এখন সহজেই ফরওয়ার্ড করা কোনো কনটেন্ট, যেমন টেক্সট বা ডকুমেন্টের সঙ্গে ব্যক্তিগত মেসেজ বা ব্যাখ্যা যোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যবহারকারী একটি সংবাদ প্রতিবেদনের লিংক ফরওয়ার্ড করেন, তারা সেটির সঙ্গে নিজস্ব চিন্তা, সারাংশ বা অন্যান্য টেক্সট যোগ করতে পারবেন, যা ফলোআপ-আপ মেসেজের প্রয়োজনীয়তা দূর করবে। একইভাবে যখন টেক্সট মেসেজ ফরওয়ার্ড করা হবে, ব্যবহারকারীরা প্রাপককে আরও তথ্য বা নির্দেশনা দিতে পারবেন।

এর আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা শুধু ইমেজ ও ভিডিও শেয়ার করার সময় মেসেজ যোগ করতে পারতেন। তবে এই নতুন ফিচারের মাধ্যমে এখন সব ধরনের ফরওয়ার্ড করা কনটেন্টের সঙ্গে কাস্টম মেসেজ যোগ করা যাবে। এর ফলে কনটেন্টের ব্যাখ্যা পাওয়া যাবে, ভুল বোঝাবুঝি কম হবে এবং ফরওয়ার্ড করা মেসেজের স্পষ্টতা বাড়বে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো বলেছে, নতুন ফিচারটি টেক্সট, ডকুমেন্ট, ভিডিও, লিংক এবং ছবিসহ সব ধরনের কনটেন্টের সঙ্গে কাজ করবে।, বর্তমানে এটি হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ভি২.২৪. ২৫.৩ ব্যবহার করা যাবে। এই ফিচারটি বিশেষভাবে কাজে আসবে, যদি কেউ কোনো কনটেন্ট ফরওয়ার্ড করতে চান এবং সেটির সঙ্গে কোনো তথ্য যোগ করতে চান। এর মাধ্যমে কোনো বিদ্যমান ক্যাপশন মুছে ফেলার প্রয়োজন পড়বে না বা আলাদা করে কিছু পাঠানোর প্রয়োজন হবে না।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নতুন ‘ভয়েস নোট ট্রান্সক্রিপ্ট’ ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীদের ভয়েস মেসেজগুলোকে টেক্সটে রূপান্তর করতে সাহায্য করবে। এই ফিচারটি ব্যবহারকারীরা ভয়েস নোট শোনার পরিবর্তে, তা টেক্সট আকারে দেখতে পারবেন, যা যোগাযোগের ক্ষেত্রে আরও সুবিধা প্রদান করবে।

ফিচারটি সম্পর্কে হোয়াটসঅ্যাপ বলেছে, ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরিত করা যাবে ‘যাতে আপনি যে কোনো কাজ ও কথোপকথন বিনা বাধায় চালিয়ে যেতে পারেন। এই ট্রান্সক্রিপ্টগুলো নিজের ডিভাইসে তৈরি হয়। তাই অন্য কেউ এমনকি হোয়াটসঅ্যাপও আপনার ব্যক্তিগত মেসেজ শুনতে বা পড়তে পারবে না।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে, তবু ‘বিক্রি নয়’

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম

ফেসবুক–টিকটককে লক্ষ্য করে ভিয়েতনামে কঠোর ইন্টারনেট আইন

কিশোর হত্যার জেরে আলবেনিয়ায় নিষিদ্ধ টিকটক

থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী এখন ১০ কোটি

মাদক বিক্রি বন্ধে ফেসবুক–টিকটকের সঙ্গে বসছে ট্রাম্পের প্রতিনিধিদল

সেকশন