অ্যাভাটারে নতুন আপডেট এনেছে মেটা। নতুন এই আপডেটের ফলে অ্যাভাটারের চুলে বৈচিত্র্য আনার পাশাপাশি পোশাকও উন্নত করা হয়েছে। ফলে অ্যাভাটারগুলো আগের তুলনায় ভালোভাবে ব্যবহারকারীদের চেহারা ও শারীরিক গড়ন তুলে ধরতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, অ্যাভাটারে নতুন আপডেট ছাড়াও জনপ্রিয় ব্র্যান্ড পুমার সঙ্গে অ্যাভাটার স্টোরে নতুন সাতটি পোশাক আনবে মেটা। অ্যাভাটার স্টোরে অ্যাভাটারের জন্য ডিজিটাল পোশাক কেনা যায়। মেটা জানিয়েছে, এখন পর্যন্ত ১০০ কোটিরও বেশি অ্যাভাটার বানানো হয়েছে মেটার প্ল্যাটফর্মগুলোতে।
এদিকে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর ৫টি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।