Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

রিলস ও স্টোরিজে অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির বিজ্ঞাপন দেখাবে মেটা

প্রযুক্তি ডেস্ক

রিলস ও স্টোরিজে অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির বিজ্ঞাপন দেখাবে মেটা

টিকটকের  সঙ্গে পাল্লা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস’ এর সুবিধা চালু করেছিল মেটা। এরই মধ্যে বেশ রিলস বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে ব্যবহারকারীদের মাঝে। এর জনপ্রিয়তাকে কাজে লাগাতে রিলস ও স্টোরিজ বিভাগে অগমেন্টেড রিয়্যালিটি বা এআর প্রযুক্তির বিজ্ঞাপন দেখাবে মেটা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান রিলস ও স্টোরিজ সেকশনে নিজেদের পণ্যের অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। ব্যবহারকারীরাও সেগুলো ভার্চ্যুয়ালি পরখের সুযোগ পাবেন। এর আগে, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুযোগ নিয়ে আসে স্ন্যাপচ্যাট। বলা হচ্ছে স্ন্যাপচ্যাটকে পাল্লা দিতে ফেসবুক রিলস ও স্টোরিজে অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন দেখাবে মেটা।

মেটা জানিয়েছে, ফেসবুক রিলসে নতুন প্রযুক্তির বিজ্ঞাপন সুবিধা চালুর জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ‘কল টু অ্যাকশন’ নামের একটি বাটনও তৈরি করা হয়েছে। বাটনটিতে বিজ্ঞাপনের থাম্বনেইল, শিরোনাম, পণ্যের বিবরণ এবং ওয়েবসাইটের লিংক যুক্ত করা যাবে।

এর আগে, অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা নিয়ে আসে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চুয়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারছে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পারছেন।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হচ্ছে। স্ন্যাপচ্যাট জানিয়েছিল, ভার্চুয়াল দোকানে পরিধান সামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক