অনলাইন ডেস্ক
গভীর সমুদ্রে হাঙরের সঙ্গে মানুষের যুদ্ধ নিয়ে অনেক গা হিম করা গল্প রয়েছে। হলিউডের সিনেমাগুলোতে হাঙরকে উপস্থাপন করা হয়েছে পৈশাচিক এক দানব হিসেবে। সবার মনে বদ্ধমূল ধারণা, প্রতিবছর শত শত মানুষ শিকার করছে এই সমুদ্র দানব।
সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, হাঙর নিয়ে এত ভীতি থাকার পরও পরিসংখ্যান বলছে, প্রতি বছর মাত্র ১২ জন মানুষ হাঙরের আক্রমণে প্রাণ হারায়। অথচ প্রতি ঘণ্টায়ই মানুষ শিকার করে ১১ হাজার হাঙর।
বিশ্বজুড়ে হাঙর শিকার করা হয় এর পাখনার জন্য। এর মাংসের চেয়ে পাখনার দাম পঞ্চাশগুণ বেশি। প্রতি কিলোগ্রাম হাঙরের পাখনার দাম ৬৬৪ দশমিক ৫৫ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার ২৮৩ টাকা।
হাঙরের পাখনার এ চাহিদার পেছনে রয়েছে চীনের ঐতিহ্যবাহী এক খাবার ‘শার্ক ফিন স্যুপ’ বা হাঙরের পাখনার স্যুপ। এর এক বাটি স্যুপের দামই হতে পারে ১০৬ দশমিক ৩৩ ডলার বা প্রায় ১১ হাজার ৭২৫ টাকা।
প্রতি বছর হংকংয়ে ৪ কোটি ৩০ লাখ পাউন্ড হাঙরের পাখনা আমদানি করা হয়। যা বহন করতে পৃথিবীর সর্ববৃহৎ মডেলের ৩১টি উড়োজাহাজের প্রয়োজন হবে।
পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রজাতির মধ্যে হাঙর একটি। হাঙরের আক্রমণে মানুষ মারা যাওয়ার চেয়ে, মানুষের কারণে হাঙর মারা যাওয়ার ঝুঁকি ৬৬ লাখ ৩৬ হাজার ৩৬৩ গুণ বেশি।
এবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখিত এক জরিপ অনুসারে, প্রতি বছর মানুষের ওপর হাঙরের আক্রমণের ঘটনা ঘটে প্রায় ৮০টি। তবে এ তুলনায় প্রতি বছর শুধু বিনোদনের জন্যই লাখখানেক হাঙর হত্যা করা হয়।
জরিপে আরও বলা হয়, প্রতি বছর প্রায় ১০ কোটি হাঙর মারা যায় এবং এর মধ্যে পাখনার জন্যই হত্যা করা হয় ৭ কোটি ৩০ লাখ হাঙর।