ল-র-ব-য-হ ডেস্ক
পেঙ্গুইনেরাও কিন্তু মানুষের মতো প্রেমে পড়ে। তবে প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষেরা এগিয়ে। প্রেমে পড়লে পুরুষ পেঙ্গুইন পুরো সৈকত তন্ন তন্ন করে খুঁজে আনে পছন্দসই একটি নুড়ি। এবার উপযুক্ত সময় ও স্থান বুঝে নুড়িটি দিয়ে প্রেমের প্রস্তাব দেয়। নারী পেঙ্গুইন ওই নুড়িটি গ্রহণ করলেই তারা সারা জীবনের জন্য সঙ্গী হয়ে যায়।