Ajker Patrika
সাক্ষাৎকার

অস্ট্রেলিয়াতেই সম্ভব! পডকাস্ট রেকর্ডিংয়ের সময় হঠাৎ ঘরের আড়ায় হাজির অজগর

অস্ট্রেলিয়াতেই সম্ভব! পডকাস্ট রেকর্ডিংয়ের সময় হঠাৎ ঘরের আড়ায় হাজির অজগর

ধরুন আপনি একটি সাক্ষাৎকার দিচ্ছেন। এ সময় হঠাৎই আপনার পেছনের আড়া থেকে নেমে আসতে দেখা গেল একটি অজগরকে। অবস্থাটা কেমন হবে ভাবুন তো? সত্যি এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয় অ্যান্ড্রু ওয়ার্ড নামের অস্ট্রেলিয়ার এক ব্যক্তিকে। 

সাপটি যখন হাজির হয় রিগেন ফারমারস মিউচুয়াল নামের এক প্রতিষ্ঠানের সদস্য অ্যান্ড্রু ওয়ার্ড ভিডিও লিংকের মাধ্যমে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। সিডনিভিত্তিক প্রতিষ্ঠান দ্য স্ট্র্যাটেজি গ্রুপের প্রযোজিত পডকাস্ট ‘ফ্রেশ পারসপেকটিভসে’র জন্য ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তিনি। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।

ওয়ার্ড উপস্থাপকদের সঙ্গে যখন কথা বলছিলেন তখনই হঠাৎ তাঁর পেছনে অবস্থিত আড়া থেকে সাপটি বেরিয়ে আসে। অপ্রত্যাশিত অনুপ্রবেশে কথোপকথন একটি নাটকীয় মোড় নেয়। দুই উপস্থাপক এবং আলোচকের মনোযোগ চলে যায় ওটার দিকে। অবশ্য ওয়ার্ড প্রথমে অজগরটির উপস্থিতি টের পাননি। 

একই সঙ্গে উভয় উপস্থাপক ঝুলে থাকা কালো সাপটির দিকে দৃষ্টি আকর্ষণ করে চিৎকার করে বলে ওঠেন, ‘আপনার পেছনে একটি সাপ।’ 

অবশ্য ওয়ার্ড সাপটিকে পর্যবেক্ষণ করলেও শান্ত থাকেন। তিনি বলেন, ‘এটি কেবল একটি কার্পেট অজগর।’ তারপর মজা করে যোগ করেন, ‘ সে আমাদের ইঁদুর নিয়ন্ত্রক কর্মকর্তা।’

তবে কার্পেট অজগর বেশ নির্দোষ ধরনের সাপ। অস্ট্রেলিয়ায় বাড়ির আঙিনায় এদের প্রায়ই দেখা মেলে। গাছে চড়ায় এরা খুব দক্ষ। দৈর্ঘ্যে সাধারণত নয় ফুট ছাড়িয়ে গেলেও নির্বিষ সাপটি পোষা প্রাণী হিসেবে বেশ জনপ্রিয়।

অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট অনুসারে এই সাপ নিশাচর এবং ওজনে পাঁচ কেজি পর্যন্ত হয়। শক্তিশালী এই সাপটি কখনো কখনো তাঁর এলাকায় প্রধান শিকারি প্রাণী হিসেবে কাজ করে। এদের চামড়া কালো থেকে শুরু করে গাঢ় বাদামি ফোঁটাযুক্ত এমনকি সোনালি হয়।

গায়ের রঙের কারণে নিজস্ব পরিবেশে সহজেই লুকিয়ে থাকতে পারে এই সরীসৃপেরা। অস্ট্রেলিয়ার বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর লোককাহিনিতে কার্পেট পাইথন বা অজগরের উপস্থিতি দেখা যায়। এরা চাপ দিয়ে শ্বাসরোধ করে তাদের শিকারকে হত্যা করে। এই অজগরদের খাবার মেনুতে থাকে ছোট স্তন্যপায়ী প্রাণী, বাদুড়, পাখি, ছোট সরীসৃপ প্রভৃতি।

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী

পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড়

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার