হোম > ল–র–ব–য–হ

গোয়ায় মধুচন্দ্রিমার পরিবর্তে নিয়ে গেলেন বারাণসী, বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী

অনলাইন ডেস্ক

বিয়ের পর দম্পতির জন্য মধুচন্দ্রিমা একটি স্মরণীয় অধ্যায়। অথচ এই মধুচন্দ্রিমাকে ঘিরেই বিচ্ছেদের পথে হাঁটছেন ভারতের এক দম্পতি। গোয়ায় মধুচন্দ্রিমার কথা বলে শেষ পর্যন্ত উত্তর প্রদেশের অযোধ্যা ও বারাণসীতে নিয়ে যাওয়ায় মধ্য প্রদেশের ভোপাল পারিবারিক আদালতে বিচ্ছেদ চেয়েছেন এক স্ত্রী।

আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় পারিবারিক আদালতে বিচ্ছেদ চেয়েছেন ওই নারী। গত ১৯ জানুয়ারি এ সংক্রান্ত আবেদন ভোপাল পারিবারিক আদালতে ওঠে। মধুচন্দ্রিমা থেকে ফেরার ১০ দিন পরই আদালতের দ্বারস্থ হন তিনি।

বিচ্ছেদ চেয়ে আদালতে করা ওই আবেদনে স্ত্রী দাবি করেন—তাঁর স্বামী আইটি সেক্টরে ভালো বেতনে চাকরি করেন। তিনি নিজেও ভালো উপার্জন করেন। অর্থাৎ তাঁদের আর্থিক কোনো অসচ্ছলতা নেই। অথচ মধুচন্দ্রিমার মাত্র একদিন আগে তাঁর স্বামী গোয়ার পরিবর্তে উত্তর প্রদেশের অযোধ্যা ও বারাণসীতে যাওয়ার কথা জানান।

স্ত্রী আরও বলেন, আর্থিক অসচ্ছলতা না থাকা সত্ত্বেও বাড়িয়ে বয়স্ক বাবা-মায়ের দেখভালের কথা বলে তাঁর স্বামী বিদেশে মধুচন্দ্রিমায় নিয়ে যেতে রাজি হননি। পরে ভারতের গোয়ায় মধুচন্দ্রিমার পরিকল্পনা হয়। অথচ গোয়ায় না নিয়ে, কোনো পরামর্শ ছাড়াই নেওয়া হয় অযোধ্যা ও বারাণসীতে। মূলত তাঁর মা রাম মন্দিরের উদ্বোধনের আগে শহরটি ঘুরে দেখতে চেয়েছিলেন বলেই এ সিদ্ধান্ত নেন স্বামী। তবুও ভ্রমণে আপত্তি করেননি স্ত্রী এবং কোনো তর্কবিতর্ক ছাড়াই ভ্রমণ শেষ করেন। তবে ফিরে এসে বিচ্ছেদ চান।

তিনি বলেন, তাঁর স্বামী স্ত্রীর চেয়ে পরিবারের সদস্যদের বেশি গুরুত্ব দেন। তবে স্বামী বলেন, ছোট একটি বিষয়কে অযথাই বড় করেছেন তাঁর স্ত্রী।

বর্তমানে এই দম্পতি ভোপাল পারিবারিক আদালতে কাউন্সেলিং নিচ্ছেন।

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন