চীনারা সাধারণত চপস্টিক দিয়ে খাওয়ায় অভ্যস্ত। বাংলাদেশিদের কাছে এটা তেমন প্রচলিত নয়। আর আপাতদৃষ্টে চপস্টিক দিয়ে একের পর এক চাল খাওয়া প্রায় অসম্ভব কাজ। তবে এই অসম্ভবকে সম্ভব করেছেন সুমাইয়া খান নামের এক বাংলাদেশি নারী। গত ১৭ ফেব্রুয়ারি চপস্টিক দিয়ে মিনিটে ৩৭টি চাল খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, সুমাইয়া চপস্টিক দিয়ে ১ মিনিটের মধ্যেই ৩৭টি চাল সাবাড় করে ফেলেছেন। এ কাজের পর বেশ উচ্ছ্বসিত দেখা যায় তাঁকে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২২ সালের এপ্রিলে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে চপস্টিক দিয়ে মিনিটে ২৭টি চাল খাওয়া টেল্যান্ড লা’র রেকর্ড ভেঙেছেন সুমাইয়া খান। একই সময়ে টেল্যান্ডের চেয়ে ১০টি চাল বেশি খেয়েছেন তিনি।
বিশ্বে এ ধরনের রেকর্ড অবশ্য নতুন নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রাঙ্কফুর্টের বাসিন্দা ফেলিক্স ফন মেইবোম খুব দ্রুত এক কাপ কফি পান করে গিনেস রেকর্ডসে জায়গা করে নেন। মাত্র ৩ দশমিক ১২ সেকেন্ডে এক কাপ কফি পান করেন তিনি। আগের রেকর্ডধারীর চেয়ে দশমিক ০৫ সেকেন্ড কম সময় লেগেছিল তাঁর।