Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

দলছুট ভেড়াকে উদ্ধারে সাহায্য করল ছাগল

অনলাইন ডেস্ক

দলছুট ভেড়াকে উদ্ধারে সাহায্য করল ছাগল

খামার থেকে বেরিয়ে পড়েছিল একটি ভেড়া। দলছুট এই ভেড়া রওনা দিয়েছিল ব্যস্ত এক মহাসড়কের দিকে। সেখানে উঠে পড়লে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতো তাতে সন্দেহ নেই। তবে বিপদ ঘটার আগেই উদ্ধার করা সম্ভব হয় ভেড়াটিকে। আর এ ক্ষেত্রে বড় ভূমিকা একটি পোষা ছাগলের।

ঘটনাটি আয়ারল্যান্ডের। হারিয়ে যাওয়া প্রাণীদের উদ্ধারে সাহায্য করে দাতব্য সংস্থা মাই লাভলি হর্স রেসকিউ। তারা জানায়, একটি ভেড়া এন৪ মহাসড়কের দিকে ছুটছিল। এটি ব্যস্ত একটি সড়ক। কাজেই দ্রুত প্রাণীটিকে উদ্ধারে একটি দল প্রস্তুত করা হয়। এতে সাধারণ উদ্ধারকর্মীর পাশাপাশি রাখা হয় লিলি নামের একটি ছাগলকে। এ ধরনের অভিযানে পূর্ব অভিজ্ঞতা আছে লিলির। আর শেষ পর্যন্ত লিলির সহায়তায় উদ্ধার করা হয় ভেড়াটিকে।

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। 

‘শেষ পর্যন্ত প্রাণীটিকে আমরা খুঁজে পাই। তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসি। তারপর পৌঁছে দিই তার খামারে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় সংস্থাটি।

তবে ভেড়াটার গায়ে শনাক্তকারী কোনো ট্যাগ ছিল না। আর একটি সংক্রমণে চিকিৎসা চলছিল তার।

‘এখন সে নিরাপদ। তার ভেড়া বন্ধুদের সঙ্গে দিব্বি আছে। তাকে নিয়ে আর চিন্তার কিছু নেই। ফিলিপ নাম দিয়েছিলাম আমরা ভেড়াটির।’ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উল্লেখ করা হয়।

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী

পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড়

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড