হোম > ল–র–ব–য–হ

বন্দুক ধরে ‘দামি’ ঘড়ি ছিনতাই, নকল হওয়ায় ফেরত

অনলাইন ডেস্ক

বলা হয়ে থাকে ইতালির নেপলসবাসীর আতিথেয়তা অনন্য। তারই আরও একটি নজির পাওয়া গেল। সুইজারল্যান্ড থেকে দুই পর্যটক নেপলস গিয়েছিলেন ঘুরতে। আর ঘুরতে গিয়েই শিকার হন ছিনতাইয়ের। এক ব্যক্তি বন্দুক তাঁক করে তাদের একজনের কাছ থেকে একটি ঘড়ি নিয়ে পালিয়ে যান। পরে সেটি ফেরতও দিয়ে যান আরেক ব্যক্তি। কিন্তু কেন?

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন মধ্যরাতে নেপলস শহরের কেন্দ্রস্থলের প্রধান সড়কের পাশের রেস্তোরাঁ পিয়াজ্জা ত্রিয়েস্তে ই ত্রেন্তোয় বসে পান করছিলেন ওই দুই সুইস পর্যটক। কিছুক্ষণের মধ্যেই এক তরুণ তাদের কাছে এসে পকেট থেকে বন্দুক বের করে একজনের মাথায় তাক করে তাঁর হাতের ঘড়িটি ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার এখানেই শেষ নয়। ঘটনার আকস্মিকতায় বিহ্বলতা কাটিয়ে ওঠার আগেই আবারও চমক। তখনো সেখানেই বসে ছিলেন দুই পর্যটক। সাত মিনিট পর রেস্তোরাঁর বাইরে থেকে এক ব্যক্তি তাদের দিকে হেঁটে আসে। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দুই হাত তুলে ব্যক্তিটি ‘দুঃখিত’ বলে ঘড়িটি মালিকের কাছে ফেরত দিয়ে দ্রুত চলে যান। 

ঘটনাটি ধরা পড়ে পিয়াজ্জা ত্রিয়েস্তে ই ত্রেন্তোর পাশের মইন্দি ক্যাফের সিসিটিভি ফুটেজ থেকে। ভিডিও থেকে দেখা যায়, দুই সুইস পর্যটক ওই বারের বাইরের এলাকায় বসে আছেন। পাশের রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে। লোকজনের মধ্যে টি–শার্ট প্যান্ট পরা সেই লোকটিও ছিল। কিছুক্ষণ পর সেই পর্যটক দুজনের কাছে একজন ওয়েটার এসে অর্ডার নিয়ে ফিরে যান। ওয়েটার চলে যাওয়ার পর সেই লোকটি সোজা ওই দুই পর্যটকের দিকে এগিয়ে আসে। এসেই ওই লোকটি তাঁর পকেটে থাকা বন্দুক বের করে একজনের মাথায় তাক করে তাঁর হাতের ঘড়িটি ছিনিয়ে নেন। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন উপস্থিত সবাই। 

ওই ভিডিওতেই কয়েক মিনিট পর দেখা যায়, ওই দুই পর্যটকের দিকে এক তরুণ এগিয়ে যাচ্ছেন। সাদা টি–শার্ট পরা ওই লোকটি পর্যটক দুজনের উদ্দেশে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাত তোলেন এবং ঘড়িটি তাদের কাছে ফেরত দেন। 

এত কষ্ট করে ছিনিয়ে নেওয়া ঘড়িটি ফেরত দেওয়া হলো কেন? ছিনতাইকারীরা ধারণা করেছিল, ওই ঘড়িটি বিখ্যাত রিচার্ড মিল ব্র্যান্ডের। কিন্তু ছিনিয়ে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে যখন তাঁরা দেখতে পান ঘড়িটি নকল বা রেপ্লিকা, তখনই তাঁরা তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন