হোম > ল–র–ব–য–হ

খাবারের খোঁজে পুলিশের গাড়িতে ঢোকার চেষ্টা ভালুকের

অনলাইন ডেস্ক

পুলিশের গাড়িতে চুরি করার জন্য ঢোকার চেষ্টা করার সাহস দেখানো চাট্টিখানি কথা নয়। ঘাগু চোরেরাও এটা করার আগে অনেক কিছু ভাববে। তবে ভালুকের মতো বিশালদেহী প্রাণী এসবের থোরাই কেয়ার করে। এর প্রমাণ, পার্ক করা একটা পুলিশের গাড়িতে এক ভালুকের ঢোকার চেষ্টা করার দৃশ্য ধরা পড়েছে ভিডিও ক্যামেরায়। 

ঘটনাটি যুক্তরাষ্ট্রের। দ্য ফ্লোরিডা হাইওয়ে পেট্রল পুলিশ নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা একটি ফুটেজ পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায় একটি ক্ষুধার্ত ভালুক দাঁড় করিয়ে রাখা পুলিশের একটি টহল কারে ঢোকার পথ খুঁজছে। 

অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম অংশে দায়িত্ব পালন করা ট্রুপ এফ ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে। এতে প্রথমে পার্ক করা গাড়ির কাছে আসতে দেখা যায় ভালুকটিকে। তারপর খুব সম্ভব খাবারের খোঁজে মুখ ও থাবা ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে সে। 

তবে ভালুকটির দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় রূপ নেয়। কারণ ওই সময় গাড়ির দরজা লক করা ছিল। 

ফ্লোরিডার বন্য প্রাণী সংশ্লিষ্ট কর্মকর্তারা গাড়ি পার্ক করার সময় দরজা লক করে রাখার এবং পশুদের আকর্ষণ করতে পারে এমন কোনো খাবার বা আবর্জনা যানবাহনে না রাখার পরামর্শ দিয়েছেন। কারণ খাবারের সন্ধানে আগে গাড়ির লক না করা দরজা ভালুকের খোলার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন