চারতলার বারান্দায় আটকা পড়েছিল একটা কুকুর। শুধু তাই নয়, বিপজ্জনকভাবে রেলিংয়ে দাঁড়িয়ে ছিল ওটা। শেষ পর্যন্ত অবশ্য এটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের।
দ্য অরেঞ্জ কাউন্টি ফায়ার অথোরিটি (ওসিএফএ) জানায়, দালানটির চারতলার রেলিংয়ে একটা কুকুর দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আর এটা জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও আরভিন পুলিশ অ্যানিমেল সার্ভিসের সদস্যরা তৎপর হয়ে ওঠেন।
ওসিএফএ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘কুকুরটি দরজা দিয়ে বারান্দায় চলে আসে। আর তার পেছনে দরজাটি আটকে যায়। তখন ঘরে কেউ ছিল না।’
অগ্নিনির্বাপক কর্মীরা বালতিসহ একটি মই ব্যবহার করেন ঝুঁকিপূর্ণভাবে রেলিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা কুকুরের কাছে পৌঁছাতে। সৌভাগ্যক্রমে নিরাপদে এটিকে শক্ত জমিনে নামিয়ে আনা সম্ভব হয়।