Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

একই কুপন নম্বরে এক বছরেই তিন লটারিতে জিতলেন দেড় লাখ ডলার

অনলাইন ডেস্ক

একই কুপন নম্বরে এক বছরেই তিন লটারিতে জিতলেন দেড় লাখ ডলার

এক বছরেরও কম সময়ের মধ্যে একই কুপন নম্বরে তৃতীয়বারের মতো লটারি জিতেছেন ৫২ বছর বয়সী এক ব্যক্তি। বিষয়টি কাকতালীয় হলেও এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। 

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে (১৩ এপ্রিল) তিনি লটারিতে ৫০ হাজার ডলার জেতেন। তাঁর হাতে তুলে দেওয়া পুরস্কারে লেখা ছিল, ‘বিগ উইনার’। এই নামেই তাঁকে সবাই চেনে। একই কুপন নম্বর দিয়ে এর আগে তিনি আরও দুবার লটারি জিতেছেন। ২০২২ সালের ১৮ মে পৃথক দুটি লটারিতে তিনি মোট ১ লাখ ডলার জিতেন। তাঁর সেই সৌভাগ্যের কুপন নম্বরটি হলো—৪৮৫৪৮। 

লটারি জেতা এই ব্যক্তি ম্যারিল্যান্ডের আয়োজকদের জানান, গত বছরও একই কুপন নম্বরের টিকিট কিনেছিলেন, এ বছরও সেটিতেই লটারি লেগে গেল। তিনি ভবিষ্যতে আরও লটারিতে অংশ নেবেন বলেও জানান। 

ওই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী আমাকে বলেছিল, এবারও এই নম্বর দিয়েই লটারিতে অংশ নাও। পরে এই কুপন নম্বরেই আমরা অংশ নিই এবং জিতি।’ 

সর্বশেষে ওই সৌভাগ্যের নম্বরটি সংবলিত টিকিট কেনার পর অনেক প্রতিযোগীই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বলে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

লটারি জেতা এই ব্যক্তি পেশায় ট্রাক চালক। লটারির টাকায় তিনি ও তাঁর স্ত্রী অবকাশ যাপনে যাবেন বলে জানিয়েছেন।

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী

পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড়

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী