হোম > ল–র–ব–য–হ

বিমানের যাত্রী যখন শুধু মা আর মেয়ে

অনলাইন ডেস্ক

এমিরেটস এয়ারওয়েজের ইকোনমি ক্লাসের টিকিট ছিল ২৫ বছর বয়সী জো ডোয়েল এবং তাঁর ৫৯ বছর বয়সী মা কিমি চেডেলের কাছে। পূর্ব আফ্রিকার দ্বীপপুঞ্জ সেশেলসের একটি বিমানবন্দর থেকে তাঁরা সুইজারল্যান্ডের উদ্দেশে যাচ্ছিলেন পরিবারের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে। কিন্তু বিমানে ওঠার পর নিজেদের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিলেন না মা আর মেয়ে। কারণ তাঁরা ছাড়া আর কোনো যাত্রী ছিল না ইকোনমি ক্লাসের কেবিনে। এ অবস্থায় কী আর করা—ক্রুদের সহযোগিতায় পুরো কেবিনটিকেই নিজের বাড়ি করে নেন জো আর কিমি।

বুধবার দ্য মিরর জানিয়েছে, আর কোনো যাত্রী না থাকায় পুরো কেবিন জুড়েই নেচে বেরিয়েছেন জো ডোয়েল। লাফালাফি আর চিৎপটাং তো আছেই। বিমানের ক্রুদের সঙ্গেও বেশ গল্প জমে যায় তাঁদের। একজন বিমানবালা জো ডোয়েলের মা কিমি চেডেলকে নিজের টুপিটি পরিয়ে দিয়েছিলেন। এসব কাণ্ডকারখানা নিয়ে মা-মেয়ে মিলে ইচ্ছেমতো অনেকগুলো টিকটক ভিডিও এবং ছবিও তুলেছেন।

কানাডার মন্ট্রিলে বসবাস করলেও বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থান করছেন জো ডোয়েল। সাঁতারের পোশাক তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। একটি টিকটক ভিডিওতে জো বলেন, ‘বিমানটি খালি পাওয়া একটি ছিল সম্পূর্ণ বিস্ময়।’

আরও বলেন, ‘আমাদের ধারণাই ছিল না যে, আমরা একা। সেশেলসে বর্ষাকাল থাকায় এবং ক্রিসমাস ডে হওয়ায় সেদিন বিমানটি খালি ছিল সম্ভবত।’

জো জানান, মাত্র দুজন যাত্রীর বিষয়ে বিমানবালারা তাঁদের জানিয়েছিল—এ ধরনের পরিস্থিতি তাঁরাও কখনো দেখেননি। বিমানটির বিজনেস ক্লাসে যেতে দেওয়া না হলেও পুরো ভ্রমণটি দারুণ উপভোগ করেছেন মায়ের সঙ্গে।

জো বলেন, ‘আমরা ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে গল্পে মেতে উঠি এবং তাদের সঙ্গে মজার মজার ভিডিও শুট  করি। বিষয়টি দারুণ ছিল।’

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন