হোম > ল–র–ব–য–হ

লোকালয়ে কুমির চলে আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যা দেখল পুলিশ

ইংল্যান্ডের এক গ্রামের কাছে বানের জলে কুমির চলে এসেছে বলে খবর পায় পুলিশ। স্বাভাবিকভাবেই পুলিশের একটি দল তড়িঘড়ি সেখানে উপস্থিত হয়। তবে ঘটনাস্থলে গিয়ে তারা যেটা দেখল, তার জন্য প্রস্তুত ছিলেন না মোটেই।

টেমস ভ্যালি পুলিশের সাউথ বাকিংহামশায়ার শাখার সদস্যরা গত সপ্তাহে হার্টফোর্ডশায়ারের সীমান্ত এলাকায় ট্রিংয়ের কাছে একটি গ্রাম চোলসবারির কাছে পানির ওপর কুমিরের একটা মাথা দেখা যাওয়ার সংবাদ পান। একাধিক সূত্রে সংবাদটি আসায় দেরি না করে জায়গাটিতে হাজির হন তাঁরা।

তবে সেখানে যাওয়ার পর রীতিমতো চমকে উঠলেন পুলিশ সদস্যরা। তাঁরা ভাবছিলেন বেপরোয়া এক সরীসৃপের মোকাবিলা করতে হবে। কিন্তু আবিষ্কার করলেন, এটা জ্যান্ত কোনো কুমির নয়, বরং কুমিরের মাথার এক রেপ্লিকা। এগুলো খেলনার দোকানে ৬ দশমিক ৯৯ পাউন্ডেই পাওয়া যায়।

এসব তথ্য পাওয়া যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।

পুলিশ সদস্যরাও বিষয়টিতে মজা পেয়েছেন। তাঁরা ফেসবুকে এটা নিয়ে একটি পোস্ট দিয়েছেন, ‘ওয়াও! চোলসবারির কাছে বন্যার পানিতে ভেসে আসা কুমিরের খবর আপনাকে প্রতিদিন পাঠানো হয় না।’

পুলিশের গাড়ির কাছে পানিতে ‘কুমিরের মাথা’র একটি ছবি এবং থানার একটি টেবিলে বসানো ‘কুমিরের মাথার’ দুটি ছবি আপলোডও করেন তাঁরা ফেসবুকে।

আর ফেসবুকের ওই পোস্টে অনেকেই মজা পেয়ে নানা ধরনের কমেন্ট করেছেন। একজন যেমন কর্মকর্তাদের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ সাহসী!’

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু