অনলাইন ডেস্ক
উড়োজাহাজ ভ্রমণ অনেক মানুষেরই পছন্দ। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, কোনো কুমির কিংবা তার জাত ভাই অ্যালিগেটরদের এ ধরনের শখ হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বিমানবন্দরে উড়োজাহাজগুলোর মাঝখান দিয়ে হেঁটে বেড়ানো অ্যালিগেটরটি যারা দেখেছেন, তাঁদের এই সন্দেহ মাথায় আসাটা খুব অস্বাভাবিক কিছু ছিল না।
কাণ্ডটি ঘটে অরল্যান্ডো এক্সিকিউটিভ এয়ারপোর্টে। এক যাত্রী বিমানবন্দরের টারমাকে উড়োজাহাজের মাঝখানে মনের আনন্দে ঘুরে বেড়ানো অ্যালিগেটরটির ভিডিও ধারণ করেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন।
টিকটকে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, অরল্যান্ডো এক্সিকিউটিভ এয়ারপোর্টের টারমাকে ঘুরে বেড়াচ্ছে অ্যালিগেটরটি। একপর্যায়ে উড়োজাহাজগুলোর মাঝখান দিয়ে ঘাসে ঢাকা একটি জায়গার দিকে হাঁটা শুরু করে প্রাণীটি। ভিডিওটিতে প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা যায়, প্রাণীটি দৈর্ঘ্যে ১০ ফুটের মতো হবে। ভিডিও দেখে এ ধরনেরই মনে হয়েছে এর আকার।
তবে ভিডিওর শেষ অংশে বিমানবন্দরের এক কর্মচারীকে শব্দ করে প্রাণীটিকে উড়োজাহাজগুলো থেকে দূরে তাড়িয়ে যেতে দেখা যায়।