Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

রানির এত ক্ষমতা!

ল-র-ব-য-হ ডেস্ক

রানির এত ক্ষমতা!

রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেন, অস্ট্রেলিয়ার পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোরও রানি। অগাধ ক্ষমতা তাঁর হাতের মুঠোয়। 

ইংল্যান্ডে সরকার গঠনের ক্ষমতা শুধু রানির। আছে নাইটস এবং লর্ড নির্বাচিত করার ক্ষমতা। তাঁর অনুমতি ছাড়া পাশ হয় না ব্রিটেনের কোন আইন। সাংবিধানিক সংকটে 'ভেটো' দিতে পারেন মন্ত্রিসভার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সরকারকে বরখাস্ত করতে পারেন নিমেষেই। চার্চ অফ ইংল্যান্ডের প্রধান রানিও তিনিই। 

বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে পাসপোর্ট ছাড়াই যেতে পারেন যে কোন দেশে। অবশ্য তাঁর কোন পাসপোর্ট নেইও। যার পক্ষ থেকে ব্রিটেনের সবার পাসপোর্ট ইস্যু হয় তাঁর আবার পাসপোর্ট দিয়ে কী হবে? আর তিনি তো বিশেষ ফ্লাইট ছাড়া ভ্রমণও করেন না। একই ভাবে গাড়ি চালাতেও তাঁর কোন লাইসেন্স লাগে না। 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে বিরাট শোরগোল হলেও রানির দুই জন্মদিন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। ২১ এপ্রিল পরিবারের সদস্যদের নিয়ে বাসায় নিজের জন্মতারিখ পালন করেন রানি। আর তাঁর অফিশিয়াল জন্মদিন পালিত হয় জুনের কোন এক শনিবারে। 

পোষা প্রাণীর প্রতিও রয়েছে রানির বিশেষ অনুরাগ। ব্রিটেনের জলাশয়ে যত ডলফিন, টেমস নদীতে যত হাঁস; সবগুলোর মালিকই রানি। তাঁকে নিয়ে কবিতা লেখার জন্য কবি নিয়োজিত থাকা নিয়ে মেলে রানির সাহিত্য রসবোধের প্রমাণও। 

রানির নিজস্ব এটিএম মেশিন আছে। তাঁর অনুমতি ছাড়া কেউ এটি ব্যবহার করতে পারে না। তাঁকে কোন কর দিতে হয় না। কোন অপরাধ করলেও তাঁকে বিচারের মুখোমুখি করার সক্ষমতা নেই কোন আদালতের। তাই বলে তিনি কিন্তু যা ইচ্ছে তাই করেন না। নিজের কিংবা পারিবারিক বিষয়ে কোন তথ্য প্রকাশেও তিনি বাধ্য নন। 

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী

পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড়

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড