হোম > ল–র–ব–য–হ

‘কালো বেড়ালকে কালো ঘরে খুঁজে পাওয়ার নাম দর্শন’

জাহীদ রেজা নূর

কৌতুকগুলো সোভিয়েত আমলের। একটায় শুধু ব্রেঝনেভের জায়গায় পুতিনের নাম বসিয়ে নিয়েছি। রুশ জনগণ খুবই কৌতুকপ্রিয়। সোভিয়েত আমলেও নিজেদের নিয়ে এমন সব কৌতুক করত, যাতে হাসতে হাসতে পেটে খিল ধরে যেত। হঠাৎ মনে হলো, কমিউনিজম আর কমিউনিস্ট পার্টি নিয়ে যে রসিকতাগুলো ছিল, সেগুলো একটু শুনলে ক্ষতি কী?

বলে রাখা ভালো, এগুলো নিতান্তই রসিকতা। রাশিয়ায় এখনো অনেক মানুষ আছে, যারা কমিউনিজমের স্বপ্ন এখনো দেখেন। সুতরাং এই কৌতুকগুলোর অর্থ এমন নয় যে, গোটা রাশিয়াই কমিউনিজমের বিপক্ষে দাঁড়িয়ে গেছে।

বাদ দিন এই আলোচনা। একটু কৌতুকগুলো শুনে নিই।

১. 
-পৃথিবীর সবচেয়ে ছোট রসিকতা কী?
-কমিউনিজম।

২.
শিক্ষক বক্তৃতা করতে গিয়ে বলছেন, ‘কমিউনিজম এরই মধ্যে দিগন্তে এসে পৌঁছেছে।’
ছাত্র: দিগন্ত কাকে বলে, স্যার?
শিক্ষক: এটা একটা কল্পিত লেখা, যেখানে আকাশ আর মাটি একাকার হয়ে যায়। আমরা যতই দিগন্তের কাছে আসার চেষ্টা করি, ততই তা দূরে সরে যায়।

৩. 
-পুঁটি মাছ কাকে বলে?
-পুঁটি মাছ হলো বহু দূর থেকে কমিউনিজমের দিকে সাঁতরে আসা এক বিশাল রুই মাছ।

৪.
-কবে কমিউনিজম আসবে? 
-এ ব্যাপারে পার্টির রুদ্ধদ্বার কক্ষে সিদ্ধান্ত হবে।

৫. 
-দাদি, লেনিন কি ভালো মানুষ ছিল? 
-হ্যাঁ, ভালো মানুষ ছিল।
-দাদি, স্তালিন কি খারাপ মানুষ ছিল?
-হ্যাঁ, খারাপ মানুষ ছিল। 
-আর পুতিন কি ভালো মানুষ? 
-আগে মরুক, তারপর জানব খারাপ না ভালো।

৬.
সোভিয়েত ইউনিয়নে থাকতে হলে যে ছয়টি কথা সব সময় মনে রাখতে হবে:
ক. ভাববে না।
খ. ভাবলেও তা বলবে না।
গ. বললেও তা লিখবে না।
ঘ. লিখলেও তা ছাপাবে না।
ঙ. ছাপালেও তাতে নিজের নাম স্বাক্ষর করবে না।
চ. সাক্ষর দিলে সঙ্গে সঙ্গে বলো, এটা তোমার সাক্ষর নয়, কেউ জাল করেছে।

৭. 
টেলিভিশনের প্রথম চ্যানেলে দেখা গেল ব্রেজনেভ বক্তৃতা করছেন। ঘুরিয়ে দ্বিতীয় চ্যানেলে দেখা গেল, ব্রেঝনেভ এখানেও। তৃতীয় চ্যানেলেও একই দৃশ্য—ব্রেঝনেভের বক্তৃতা। চতুর্থ চ্যানেলে দেখা গেল, পুলিশের লোক চোখ বড় বড় করে বসে আছে এবং রিমোট হাতে টিভি দর্শকের দিকে তাকিয়ে বলছে, ‘আর একবার চ্যানেল বদল করলে তোকেই বদল করে দেব শয়তান!’

৮. 
নিউইয়র্কের ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউ থেকে রুশ টেলি সাংবাদিক সরাসরি প্রতিবেদনে—আমি এখন ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউতে। এই যে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একজন, তাঁকে আমি কিছু জিজ্ঞেস করব। ‘হোয়াটস ইয়োর নেইম?’
-মাই নেইম ইজ জন।
রিপোর্টার অনুবাদ করছেন, ‘তিনি বললেন, তাঁর নাম জন এবং তিনি পাঁচ দিন কিছু খাননি।’

৯.
-দর্শন মানে কী? 
-কালো বেড়ালকে কালো ঘরে খুঁজে পাওয়ার নাম দর্শন।
-আর মার্ক্সিস্ট–লেনিনিস্ট দর্শন?
-এটা হলো কালো ঘরটায় বিড়াল নেই, কিন্তু যারা খুঁজতে এসেছে, তারা চিৎকার করে বলছে, ‘ধরেছি ধরেছি, বিড়ালটা ধরেছি!’

১০.
জরিপ চলছে। 
-আপনি কেমন আছেন?
-ভালো।
-আপনি কী কী পড়েন?
-আমি পত্রিকা আর ম্যাগাজিন পড়ি। এগুলো পড়েই তো জানতে পারি যে, ভালো আছি।

১১.
এক ছোকরার সঙ্গে দেখা হয়েছে ব্রেঝনেভের। 
-কেমন আছিস, তুই? কী সুন্দর সাইকেল তোর!
-আমাদের সবকিছুই এখন সুন্দর। আমার সাইকেল, আমাদের গাড়ি, আমাদের ফ্ল্যাট, আমাদের বাগানবাড়ি!
-খুব ভালো। আমি নিজে আর পার্টি মিলে এগুলো দিয়েছি তোর বাবাকে। এবার বুঝতে পারছিস, আমি কে?

ছেলেটা চিৎকার করে বাবাকে ডাকল, ‘বাবা, বাবা, আমেরিকা থেকে আন্তন কাকু এসেছে!’

আরও পড়ুন

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন