পোল্যান্ডের পশ্চিম পমেরানিয়ার ছোট্ট শহর গ্রিফিনোর কাছেই আশ্চর্য এক জঙ্গলের দেখা পাবেন। এখানকার শ চারেক পাইনগাছ গোড়া থেকেই অদ্ভুতভাবে বেঁকে গেছে। মোটামুটি নব্বই ডিগ্রি একটা বাঁকের পর এগুলো আবার কিন্তু সোজা উঠে গেছে। এই অসামঞ্জস্য বাদ দিলে গাছগুলো কিন্তু গড়পড়তা বেশ স্বাস্থ্যবান। এদের মধ্যে কোনো কোনোটির উচ্চতা ৫০ ফুটের কাছাকাছি। তবে গাছগুলোর এমন আশ্চর্যজনকভাবে বেঁকে যাওয়ার কারণ কী, তা নিয়ে অনেক অনুসন্ধান হলেও এখনো এই রহস্যের সঠিক সমাধান পাওয়া যায়নি।
গ্রিফিনো শহরটি মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকেই পরিত্যক্ত হয়ে যায়। অর্থাৎ, যুদ্ধের কারণে সে সময় এখানকার লোকেরা অন্য এলাকায় পাড়ি জমিয়েছিলেন। ১৯৭০-এর দশক পর্যন্ত শহরে আর কোনো মানুষ বসতি গাড়েননি। ধারণা করা হয়, যুদ্ধের আগে যেসব মানুষের এই এলাকায় বাস ছিল, তাঁদের গাছগুলো এমনভাবে বেড়ে ওঠার রহস্য জানা ছিল। তবে তাঁদের কারও খোঁজ না পাওয়ায় এই রহস্যের সমাধান করা সম্ভব হয়নি। আর এত দিন পর তাঁদের মধ্যে আর কজন বেঁচে আছেন, তা-ও এক প্রশ্ন।
মজার ঘটনা, যেসব কারণকে দায়ী করা হয় গাছগুলো বাঁকা হওয়ার বিষয়ে, এগুলোর কোনো কোনোটি পুরোপুরি প্রাকৃতিক, কোনোটায় আবার মানুষের হাত আছে। তো যেসব কারণের কথা বলা হয় তার একটি হলো, ১৯৩০-এর দশকে বিভিন্ন দৈর্ঘ্যের পাইনগাছ লাগানো হয় জায়গাটিতে। গাছগুলো ছোট থাকতেই জার্মান ট্যাংক এদের অনেকটা সমান করে দেয়। এ সময় যে গাছগুলো টিকে যায়, সেগুলোর এই হাল হয়।
আরেকটি বিচিত্র কারণের কথা শোনা যায়, সেটা হলো এই নির্দিষ্ট অঞ্চলে একধরনের অসাধারণ মাধ্যাকর্ষণ শক্তি কাজ করেছে, যার ফলে গাছগুলো সোজা হওয়ার পরিবর্তে উত্তর দিকে বেঁকে গেছে। কিন্তু সেই তত্ত্বও বিজ্ঞানর দৃষ্টিতে যুক্তিসংগত নয়, কারণ মাধ্যাকর্ষণ জিনিসগুলোকে নিচের দিকে টানে, বক্ররেখায় নয়।
তবে ঘটনা যা-ই হোক, জঙ্গলটি এখন উত্তর পোল্যান্ডের একটি বিখ্যাত পর্যটন স্থান। বিকৃতিও যে একটি জায়গাকে জনপ্রিয় করে তুলতে পারে, এর প্রমাণ এই অরণ্য। এ ধরনের অদ্ভুত গাছ দেখা এমনিতেই চমকপ্রদ ব্যাপার, তার ওপর গোটা একটা জঙ্গলই এমন গাছের। কাজেই দেশের তো বটেই, ভিনদেশি পর্যটকেরা হাজির হন এখানে। অনেকে আবার সন্দেহের দোলাচলে ভোগেন, সত্যি এমন অরণ্য আছে কি না তা নিয়ে। নিশ্চিত হতে পা রাখেন জঙ্গলটিতে!
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এটলাস অবসকিউরা, আনইউজুয়াল প্লেসেস, ভায়া ট্রভেলারস ডট কম