একটি ছাদ ছাড়া গুহা কিংবা গর্তের সঙ্গে তুলনা করতে পারেন একে। যেখানকার টলটলে স্বচ্ছ জল দেখলেই সাঁতার কাটতে মন চাইবে। গল্পটা মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে অবস্থিত সেনোতে ইক কিলের। এই অঞ্চলে এমন আরও অনেক প্রাকৃতিক সুইমিং পুল থাকলেও ইক কিলের সুনামই সবচেয়ে বেশি।
আগেই বলা হয়েছে, সেনোতে ইক কিলের ওপরের অংশটা খোলা। যেখানে এ ধরনের কিছু কিছু সেনোতে বা গর্তের ওপরটা আটকানো থাকে। কাজেই বুঝতেই পারছেন, গুহার মতো একটি জায়গার স্বচ্ছ জলে সাঁতার কাটতে কাটতে নীল আকাশটাও দেখতে পারবেন। তারপর আবার এখানে ঝুলতে থাকা নানা ধরনের লতা জায়গাটির আকর্ষণ আরও বাড়িয়েছে।
ইউকাতান অঞ্চলের তিনাম পৌরসভার মধ্যে পিসতে নামের একটি গ্রামের পাশেই সেনোতে ইক কিলের অবস্থান। বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি এবং প্রাচীন মায়ান শহর চিচেন ইৎজার কাছেই এটি। ইক কিল আর্কিওলজিক্যাল পার্কের বড় আকর্ষণ এই সেনোতে। সাধারণ মানুষের গোসল ও সাঁতারের জন্য উন্মুক্ত এটি।
ইউকাতান উপদ্বীপে ছড়িয়ে-ছিটিয়ে আছে এমন হাজারের বেশি সেনোতে। তবে এগুলোর মধ্যে কোনো কোনোটি সৌন্দর্য ও স্বচ্ছ জলের জন্য বিশেষ পরিচিতি পেয়েছে, যেমন সেনোতে ইল কিল। যেহেতু মাটির নিচ থেকে পানি আসে, তাই সেনোতেগুলোর পানি সাধারণত শীতল হয়। মেক্সিকোর আগুনঢালা সূর্যের তাপে উত্তপ্ত শরীরকে শীতল করে নিতে এদের জুড়ি মেলা ভার। ইউকাতান অঞ্চলে সাধারণত খোলা, আধখোলা ও ভূগর্ভস্থ তিন ধরনের সেনোতেই দেখা যায়।
পাথর কেটে বানানো একটি সিঁড়ি ধরে পৌঁছে যেতে পারবেন সাঁতার কাটার বা পানিতে লাফ দেওয়ার প্ল্যাটফর্মে। তারপর সেখান থেকে জলে নামলেই জুড়িয়ে যাবে শরীর। ওপরের মাটি থেকে ঝুলতে থাকা লতা এবং তারও ওপরে গুহার খোলা মুখ দিয়ে দেখা যাওয়া আকাশটা আপনার এই সাঁতার কাটার আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে। সেনোতের মধ্যে ছোট ছোট জলপ্রপাতের দেখাও পাবেন। ক্যাট ফিশসহ নানা ধরনের মাছেদের বাসস্থান এখানকার জলের রাজ্যে।
সূত্র: দ্য হোয়ল ওয়ার্ল্ড ইজ এ প্লে গ্রাউন্ড, এক্সপ্লোর শো, উইকিপিডিয়া