অনলাইন ডেস্ক
রাগান্বিত মানুষ সব সময় বুদ্ধিমান হয় না।
রাগ, অনুশোচনা, উদ্বেগ এবং ক্ষোভের মাঝে সময় নষ্ট না করে, জীবন উপভোগ করতে শিখুন। কারণ জীবন খুবই ছোট।
সেরা যোদ্ধা কখনোই রাগান্বিত হয় না।
রাগ করা সহজ, যে কেউই রাগান্বিত হতে পারে। কিন্তু সঠিক ব্যক্তির ওপর এবং সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে এবং সঠিক উদ্দেশ্যে এবং সঠিক উপায়ে রাগ করা প্রত্যেকের ক্ষমতার মধ্যে নেই।
নিজেদের অবস্থা নিয়ে কান্না ব্যতীত দুঃখী মানুষেরা কিছুই করে না। একমাত্র ক্রোধই পারে তাদের অবস্থার পরিবর্তন আনতে।