Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

মধ্যরাতে রাস্তায় পোষা অজগর দিয়ে প্রতিপক্ষকে পিটুনি, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

মধ্যরাতে রাস্তায় পোষা অজগর দিয়ে প্রতিপক্ষকে পিটুনি, ভিডিও ভাইরাল

মধ্যরাতে রাস্তায় এক লোক একটি অজগরের লেজ ধরে তাঁর প্রতিপক্ষকে সপাং সপাং করে পেটাচ্ছেন। কিছুক্ষণ পরে পুলিশ ছুটে এলে ওই ব্যক্তি অজগরটি ফেলে দিয়ে রাস্তায় শুয়ে পড়ে আত্মসমর্পণ করেন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

সিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, কানাডার টরন্টোতে পশ্চিম ডুন্ডাস স্ট্রিট এবং ম্যানিং অ্যাভিনিউ এলাকায় গত বুধবার (১০ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তাঁর পোষা সাপটিকে চাবুকের মতো করে ধরে রাস্তার মাঝখানে একজনকে উপর্যুপরি আঘাত করছেন। কয়েক সেকেন্ড পর টরন্টো পুলিশের একটি গাড়ি আসে। একজন কর্মকর্তা ছুটে এসে মারামারি থামালে মারধরকারী ব্যক্তিটি মাটিতে শুয়ে আত্মসমর্পণ করেন। এর আগে তিনি সাপটি রাস্তায় ছুড়ে ফেলেন। 

গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, তাঁরা একটি লোককে অজগর সাপ দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি ফোন কল পেয়ে দ্রুত সেই এলাকায় পুলিশ পাঠান। সেখানে গিয়ে পুলিশ দেখে দুজন লোক মারামারি করছেন। আক্রমণ করার জন্য একজন অজগর ব্যবহার করছেন। 

এ ঘটনায় লরেনিও আভিলা (৪৫) নামে টরন্টোর এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক আক্রমণ এবং প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১১ মে তাঁকে আদালতে হাজির করার পর রিমান্ডে নেওয়া হয়। 

ভিডিওটি টুইটারে শেয়ার করার পর এরই মধ্যে ১ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে। ৪৩ হাজার লাইক এবং ৫ হাজার বেশি রিটুইট করা হয়েছে। এটিকে অনেকে প্রাণী নির্যাতন বলে অভিহিত করেছেন। অনেকে সাপটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

আরব আমিরাতে গাড়ির লাইসেন্স প্লেট ও মোবাইল নম্বরের অভিনব নিলাম

হোম অফিস গোছানোর দিন আজ

বিখ্যাত ব্র্যান্ডের এক পায়ের জিনস, দাম মাত্র ৫৩ হাজার টাকা!

৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হলো চারিজার্ড পোকেমন আকৃতির চিটো

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম