পৃথিবীর সবচেয়ে বড় গুহার দেখা পেতে হলে আপনাকে যেতে হবে ভিয়েতনামের গহিন অরণ্যে। সং ডুং নামের গুহাটি ১০ কিলোমিটারের বেশি দীর্ঘ। কোথাও কোথাও এর ছাদ ৬৫০ ফুটের বেশি উঁচু। বুঝতেই পারছেন, একটা চল্লিশতলা দালানও অনায়াসে পুরে দেওয়া যাবে এর ভেতরে।
ধারণা করা হয়, সং ডুং বা হাং সং ডুং গুহার বয়স ২০ থেকে ৫০ লাখ বছর। এটি পড়েছে ভিয়েতনামের কুয়াং বিন প্রদেশে। জায়গাটিতে এত এত গুহা আছে যে এটি ভিয়েতনামের গুহার রাজধানী হিসেবে পরিচিত। আরও নির্দিষ্ট করে বললে সং ডং গুহার অবস্থান ফোং নহা কে বেং ন্যাশনাল পার্কে। এখানকার গভীর জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া বিশাল এক নদীর প্রবাহের সময় এই গুহার জন্ম।
একটা সময় পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় গুহা হিসেবে বিবেচনা করা হতো মালয়েশিয়ার ডিয়ার পার্কের। সেটার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় সং ডুং গুহা। বুঝতেই পারছেন কত্ত বড় গুহাটি।
‘গুহাটি এত বড় হওয়ার কারণ এখানকার চুনাপাথর।’ বলেন জায়গাটি নিয়ে গবেষণা করা হাওয়ার্ড লিমবার্ট, ‘এগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে পুরোনো পাথর। এগুলো খুব ভালো মানের চুনাপাথর, যা ক্রমেই আরও বড় হচ্ছে। প্রতিবছর তাই গুহাটিও আরও বড় হয়ে উঠছে।’
গুহাটির অনেক জায়গাই ১৯৮ মিটার বা ৬৫০ ফুটের মতো চওড়া। এর ভেতর দিয়ে অনায়াসে একটি বোয়িং ৭৪৭ বিমান উড়ে যেতে পারবে। এমনকি এর প্রবেশপথও ৫০ মিটার বা ১৬৪ ফুট উঁচু।
গুহার ভেতর দিয়ে চলে গেছে দ্রুতগতিতে প্রবাহিত এক নদী। হাজারো বছরে গুহাটি তৈরি করতে ভূমিকা রাখে নদীটি। বর্ষার সময় নদীটি প্লাবিত হলে গুহাটি জলে ভরে যায়। তখন এর অনেক জায়গাতেই আর প্রবেশ করা সম্ভব হয় না।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ২০০৯ সালেই একে পৃথিবীর সবচেয়ে বড় একক গুহার স্বীকৃতি দেয়। গুহাটির মধ্যে বিশাল ও গভীর দুটি গর্তও আছে। মজার ঘটনা, শুরুতে যতটা বড় মনে হয়েছিল, ২০১৮ সালে গবেষকদের আরেকটি বড় অভিযানের পর জানা যায় সং ডং গুহা আসলে তার চেয়েও বড়।
গর্তের ভেতরের অরণ্যে পাখি, বানর ও সাপের বাস। গবেষকেরা আশা করছেন, এখন পর্যন্ত অনাবিষ্কৃত নতুন কোনো প্রাণীর সন্ধানও মিলে যেতে পারে।
‘প্রতিটি অভিযানের সদস্যদের সঙ্গে থাকেন পার্কের রেঞ্জার, গুহা বিশেষজ্ঞ এবং পোর্টার বা কুলিরা।’ বলেন অক্সালিস অ্যাডভেঞ্চারের পরিচালক নাগুয়েন চাও এ । এই প্রতিষ্ঠানকেই কেবল পর্যটক ও অভিযাত্রীদের গুহাটি ঘুরিয়ে দেখানোর অনুমতি দেওয়া হয়েছে।
কী, পৃথিবীর বৃহত্তম গুহায় অভিযানে যেতে উৎসাহী হয়ে উঠেছেন? তাহলে জেনে রাখুন, প্রতি মৌসুমে কেবল ১ হাজার রোমাঞ্চপ্রেমী অনুমতি পান গুহা ভ্রমণের। আর এর জন্য খরচ গুনতে হয় কত শুনবেন? জনপ্রতি ২ হাজার ৬০০ ডলার বা প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
সূত্র: ইউরো নিউজ, আইএফএল সায়েন্স ডট কম