হোম > ল–র–ব–য–হ

বুলেট ঠেকিয়ে প্রাণ বাঁচাল গলার নেকলেস

অনলাইন ডেস্ক

দশমিক ২২ ক্যালিবারের বুলেটটা ছুটে আসছিল লোকটির দিকে। তবে সৌভাগ্যক্রমে তাঁর গলায় পড়া ছিল মোটা একটি নেকলেস। এটাই আটকে দেয় বুলেট। বলা চলে এই নেকলেসই বাঁচিয়ে দেয় লোকটির জীবন।

অবিশ্বাস্য এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের কাছের এক শহর কমার্স সিটির। বুলেটটি ১০মিলিমিটার চওড়া রুপার ওই নেকলেসে আটকে যাওয়ায় লোকটির গলায় কেবল খোঁচা খাওয়ার মতো একটি দাগ হয়।

কমার্স সিটি পুলিশ ডিপার্টমেন্টের সূত্রে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।

পুলিশ জানিয়েছে একটি বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে অন্য একজন ওই ব্যক্তিকে গুলি করেন। গত ২৮ মে এ ঘটনা ঘটে।

কমার্স সিটি পুলিশের কর্মকর্তারা ফেসবুকে ওই চেইনের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তাঁরা উল্লেখ করেন, ‘তিনি একটি বুলেটকে ফাঁকি দিয়েছেন, আরেকটু পরিষ্কারভাবে বললে ওটাকে আটকে দিয়েছেন। আর কেবলমাত্র ওই মোটা রুপার চেইনের কারণেই গতকাল ওই শুটিংয়ের পরও ভদ্রলোক বেঁচে গেছেন।’

এদিকে যে ব্যক্তিটি গুলি করেছেন তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অবশ্য ভুক্তভোগী কিংবা অভিযুক্ত—কারোরই নাম প্রকাশ করা হয়নি।

অবশ্য পুলিশ জানিয়ে নেকলেসটির রং রূপালি হলেও এটি খুব সম্ভব খাঁটি রুপার তৈরি নয়। কারণ রুপা বেশ নরম একটি ধাতু। এটির বুলেট আটকাতে সক্ষম হওয়ার কথা নয়।

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন