হোম > ল–র–ব–য–হ

প্রয়াত পেলের নাম ব্রাজিলের অভিধানে, অর্থ জানেন? 

অনলাইন ডেস্ক

প্রয়াত ব্রাজিলিয়ান ফুটবলার পেলের নাম যুক্ত হয়েছে ব্রাজিলের অভিধানে। পর্তুগিজ ভাষার ‘মাইকেলিস’ অভিধানের অনলাইন সংস্করণে আনুষ্ঠানিকভাবে বিশেষণ হিসেবে এটি সংযুক্ত হয়েছে। পরবর্তীতে ছাপা সংস্করণেও এটি সংযুক্ত করা হবে। পেলে নামটি অতুলনীয়, ব্যতিক্রম, অনন্য, অদ্বিতীয় ইত্যাদির সমার্থক বোঝাতে ব্যবহৃত হবে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাইকেলিস অভিধান ব্রাজিলে বেশ জনপ্রিয়। বুধবার তাঁদের অনলাইন সংস্করণে পেলের নামটি যুক্ত হয়। পেলের প্রতি সম্মান জানাতে তাঁর নাম অভিধানে যুক্ত করতে ১ লাখ ২৫ হাজার মানুষের স্বাক্ষর নেয় পেলে ফাউন্ডেশন, পেলের সাবেক ক্লাব সান্তোস ও স্পোর্টস চ্যানেল স্পোর্টস টিভি। এরপরই পেলের নামটি অভিযানে যুক্ত করা হলো। তাঁর নাম অভিধানে যুক্ত হওয়ায় পেলে ফাউন্ডেশন ও পেলের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ৮২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফুটবল গ্রেট পেলে। পেলেই ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। দুই দশকের ফুটবল ক্যারিয়ারে আন্তর্জাতিক ও ক্লাব আসর মিলিয়ে পেলের গোল সংখ্যা ১ হাজার ২৮১টি।

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন