Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

বন্ধুর জন্মদিনে দামি উপহার দিতে মোটরসাইকেল চুরি

অনলাইন ডেস্ক

বন্ধুর জন্মদিনে দামি উপহার দিতে মোটরসাইকেল চুরি

ভারতে বন্ধুর জন্মদিনে দামি উপহার দিতে মোটরসাইকেল চুরি করেছে ১৭ বছরের এক কিশোর। সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদন অনুসারে, কিশোরটি রাস্তার পাশে হোটেলে কাজ করত।

পুলিশ বলছে, বন্ধুর ১৮তম জন্মদিনে দামি উপহার দিয়ে খুশি করতে চেয়েছিল ওই কিশোর। কিন্তু তাঁর কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। এজন্য সে চুরি করার সিদ্ধান্ত নেয়। গত ১ অক্টোবর সে একটি বাড়ির সামনে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে।  

কিশোরটি এক নকল চাবি ব্যবহার করে মোটরসাইকেলের তালা খুলে এবং শব্দ এড়ানোর জন্য ধাক্কা দিয়ে তা নিরাপদ দূরত্বে নিয়ে আসে। এরপর সে বাইকটি চালিয়ে নিয়ে নিরাপদ স্থানে রাখে এবং সম্ভাব্য গ্রাহকের সন্ধান করতে থাকে। 

মোটরসাইকেল মালিক রাম সাহারে বিশ্বকর্মা চুরির বিষয়টি টের পাওয়ার পর সিসিটিভি ফুটেজ চেক করে কিশোরটিকে চুরি করতে দেখে।  

তিনি থানায় অভিযোগ করার পর পুলিশ মোটরসাইকেলের খোঁজে তদন্ত শুরু করে। পরে স্থানীয়দের সাহায্যে কিশোরকে শনাক্ত করে পুলিশ।    

থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ স্বীকার করে কিশোরটি বলেছে, ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিনে দামি উপহার দেওয়ার জন্য সে মোটরসাইকেলটি চুরি করেছে। অভিযুক্তের বন্ধুর বিরুদ্ধেও চুরির মামলা রয়েছে। বন্ধুটি গত মঙ্গলবার ১৮ বছরে বয়সে পরিণত হয়েছে।  

অভিযুক্ত কিশোর বলে, এ বন্ধু তাঁকে চুরির বিষয়ে সব শিখিয়েছে এবং তাঁর কাছে শিক্ষকের মতো।

৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হলো চারিজার্ড পোকেমন আকৃতির চিটো

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী

পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড়