ভারতীয়দের সকালের নাশতায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার চল রয়েছে। এর মধ্যে দক্ষিণ ভারতে সকালের নাশতা হিসেবে বেশি জনপ্রিয় ইডলি। ইডলির সুনাম এতই যে আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে ভারত জুড়ে জনপ্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে এটি। বৃহস্পতিবার (৩০ মার্চ) ছিল বিশ্ব ইডলি দিবস। সেই উপলক্ষে অনলাইন খাবার ডেলিভারি প্রতিষ্ঠান সুইগি একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত ১২ মাসে মোট ৩ কোটি ৩০ লাখ প্লেট ইডলি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ২০২২ সালের ৩০ মার্চ থেকে ২০২৩ সালের ২৫ মার্চের মধ্যে ইডলি সরবরাহের পরিসংখ্যান করেছে সুইগি। পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ ভারতের এই সুস্বাদু খাবারের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। ইডলি সবচেয়ে জনপ্রিয় এমন তিনটি শীর্ষ শহর বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাই। পাশাপাশি ইডলি খেতে পছন্দ করেন দিল্লি, কলকাতা, কোচি, মুম্বাই, কোয়েম্বাটুর, পুনে, ভাইজাগের বাসিন্দারাও।
ইডলি অর্ডার করার সবচেয়ে জনপ্রিয় সময় সকাল ৮টা থেকে ১০টার মধ্যে। চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর, মুম্বাইয়ের ক্রেতারা ডিনারের সময় ইডলি অর্ডার করে থাকেন। সব শহরেই প্লেইন ইডলি সবচেয়ে পছন্দের। রাভা ইডলি অন্যান্য শহরের তুলনায় বেঙ্গালুরুতে বেশি খাওয়া হয়। অন্যদিকে ঘি/নেই কারাম পোডি ইডলি তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানার শহরগুলোতে জনপ্রিয়। থাট্টে ইডলি এবং মিনি ইডলিও বিভিন্ন শহরে অর্ডারের মধ্যে নিয়মিত পাওয়া যায়। ভারত জুড়ে সকালের নাশতা হিসাবে দোসার পরেই সব থেকে বেশি অর্ডার করা হয় ইডলি।