অনলাইন ডেস্ক
রেললাইনের ওপর গরু, মহিষ এমনকি হাতি চলে আসার নজিরও আছে। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না জলজ্যান্ত একটি সিল রেলপথের ওপর উঠে আসবে। অবিশ্বাস্য হলেও সাগর থেকে উঠে এসে একটি সিল একেবারে রেললাইনের মাঝখানে রীতিমতো আসন গেড়ে বসে। তারপর?
বুঝতেই পারছেন, ঘটনাটি আমাদের দেশের নয়। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এ কাণ্ড হয়। শহরের কাছেধারেই সৈকত ও সাগর থাকায় ওয়েলিংটনের পথেঘাটে সামুদ্রিক এই স্তন্যপায়ীকে দেখা একেবারে অবাস্তব কিছু নয়। তবে মসৃণ চামড়ার এই প্রাণীর শরীরের গঠন এমন যে, ডাঙায় চলাফেরা করা মোটেই সহজ নয়। তাই বলে একেবারে রেললাইনে এসে বিশ্রাম নিতে শুরু করাটা মনে হয় একটু বাড়াবাড়িই হয়ে গেছে।
তবে সিলটির ভাগ্য ভালোই বলতে হবে। অন্তত আমাদের কক্সবাজারের সেই বুনো হাতির বাচ্চাটার মতো ট্রেনের ধাক্কায় করুণ পরিণতি বরণ করে নিতে হয়নি। বরং তার জন্য নিউজিল্যান্ডের রাজধানী এলাকায় চলাচল করা কমিউটার ট্রেনগুলোর রীতিমতো শিডিউল বিপর্যয় হয়ে যায়।
দেশটির ডিপার্টমেন্ট অব কনজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একটি ফার সিল বা কেকেনো সিলকে ওয়েলিংটনের শহরতলি নগাওরাংগায় রেললাইনের ওপরে উঠে আয়েস করে বিশ্রাম নিতে দেখা যায়। এতে কমিউটার ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে।
পোস্টে আরও বলা হয়, ‘যদিও সিলটি ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে মানুষের যাতায়াতের জন্য সমস্যা সৃষ্টি করে, তবু সবাই প্রাণীটির ব্যাপারেই বেশি উদ্বিগ্ন ছিল। অনেক লোক আমাদের হটলাইনে বিষয়টি জানিয়েছে। সিল দেখা যাওয়া ওয়েলিংটনের আশপাশে খুব অস্বাভাবিক দৃশ্য নয়। তবে এটি বেশ চর্মসার ছিল। একে মোটেই বিচলিত মনে হচ্ছিল না। হয়তো সে ক্লান্ত ছিল।’
ডিপার্টমেন্ট অব কনজারভেশন মজা করে বলে, সিলটির শেষ পর্যন্ত ট্রেন ধরার বা ট্রেনে চড়ার প্রয়োজন পড়েনি। বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত থাকা রেঞ্জাররা একে ওয়েলিংটনের দক্ষিণে সাগর উপকূলে নিয়ে যান। তারপর এমন একটি জায়গায় একে ছেড়ে দেওয়া হয়, যেখানে মানুষ বা কুকুর এটার জন্য কোনো ঝামেলা তৈরি করবে না।