দরজার লকের ছোট্ট ছিদ্রকে নিশানা করে তির ছুড়ে রেকর্ড গড়লেন ডেনমার্কের এক ব্যক্তি। ডেনমার্কের লিংবি এলাকার ওই তিরন্দাজের নাম লার্স অ্যান্ডারসন। গত জুনে তিনি দরজার লকের ছিদ্রে পরপর সাতটি তির ছুড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) লার্স অ্যান্ডারসনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর বেশ সাড়া পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শেয়ার করেছেন লার্সের রেকর্ড গড়া ভিডিওটি।
ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পর লার্সের কাছে এর কৌশল জানতে চাইলে বলেন, তিরে পালক ব্যবহার করেননি তিনি। এতে লকের সঙ্গে আটকে থাকার ঝুঁকি থাকে। আর তির ছোড়ার গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নিশানা।
লার্স সফলভাবে নির্দেশনা মেনে লকের ছিদ্রের মধ্য দিয়ে তির ছুড়েছেন। অর্থাৎ নিশানা গিনেস নির্দেশিত ১০ মিলিমিটারের বা দশমিক ৩৯ ইঞ্চির বেশি চওড়া হওয়া যাবে না।
লার্স একজন পেশাদার তিরন্দাজ, যার ইউটিউব চ্যানেলে ৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি উদ্ভাবক সব চ্যালেঞ্জের সঙ্গে তাঁর তিরন্দাজ দক্ষতা প্রদর্শন করেন।