Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

৯ বছর বয়সে স্বামীর দ্বিতীয় বিয়েতে অতিথি ছিলেন এই তরুণী

অনলাইন ডেস্ক

৯ বছর বয়সে স্বামীর দ্বিতীয় বিয়েতে অতিথি ছিলেন এই তরুণী

রেনাটা ফাধিয়ার বয়স ২৪ বছর। স্বামী বয়সে ৩৮ বছরের বড়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রেনাটা আবিষ্কার করেন ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। ঘটনাটি ইন্দোনেশিয়ার। 

অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা করে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রেনাটা ফাধিয়া। দ্রুতই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে এই লোকটির (স্বামী) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

ভাইরাল ক্লিপটিতে ২০০৯ সালে তাঁর স্বামীর বিয়ের একটি গ্রুপ ছবি দেখা যায়। সেখানে রেনাটা ফাধিয়াকেও দেখা যাচ্ছে। তখন তাঁর বয়স নয় বছর। বিয়ের বরের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই লোকের বয়স এখন ৬২ বছর, আর তিনিই এখন তাঁর স্বামী! 

পরবর্তী একটি ভিডিওতে তিনি স্পষ্ট করেন, ওই বিয়েতে তিনি অতিথি ছিলেন। তাঁরা দূর সম্পর্কের কাজিন। তাঁর স্বামী খালার ভাগনে। 

ফাধিয়া আরও বলেন, তাঁরা একে অপরকে চিনতেন না। কিন্তু ২০১৯ সালে তাঁরা একই পথের মোড়ে এসে মিলিত হন। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এর এক বছর পরে একটি সন্তানের জন্ম হয়। 

স্বামীর দ্বিতীয় বিয়ে অ্যালবামে দেখা যাচ্ছে নয় বছরের ফাধিয়াকে। ছবি: স্ক্রিনশট২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের অ্যালবাম পরীক্ষা করার সময় কাকতালীয় ঘটনাটি লক্ষ্য করেন ফাধিয়া। তাঁর মতে, ২০১১ সালে তাঁর স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিবাহবিচ্ছেদের পেছনে তাঁর কোনো হাত ছিল না। ফাধিয়া তাঁর স্বামীর তৃতীয় স্ত্রী। প্রথম বিয়েতে একটি মাত্র সন্তান রয়েছে, দ্বিতীয়টিতে কোনো সন্তান নেই। 

এই ঘটনা বর্ণনায় নেটিজেনরা চমকিত হয়েছেন। তবে অনেকে স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে খোঁচাও দিয়েছেন। 

একজন মন্তব্যে লিখেছেন, ‘দেখুন, আপনার কাছে যত দিন টাকা থাকবে, ঠিক আছে, এমনকি বয়সের পার্থক্য ৩৮ বছর থাকলেও!’

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী

পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড়

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী