হোম > ল–র–ব–য–হ

সব দাঁত ফেলে দিয়ে ৯ কোটি টাকায় টাইটানিয়াম বসিয়েছেন কানিয়ে

অনলাইন ডেস্ক

উদ্ভট সব ফ্যাশন আর কর্মকাণ্ডের কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হন পশ্চিমের জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী বিলিয়নিয়ার কানিয়ে ওয়েস্ট। যেন যেকোনোভাবে তাঁকে আলোচনায় থাকতেই হবে! তবে ভক্তদের দাবি, কিম কার্দাশিয়ানের সঙ্গে বিচ্ছেদ ভুলতে আর সাবেকের দৃষ্টি আকর্ষণ করতেই এসব করে বেড়ান তিনি!

সম্প্রতি নিজের সব দাঁত ফেলে দিয়ে টাইটানিয়ামের দাঁত লাগিয়ে আবার আলোচনার জন্ম দিয়েছেন কানিয়ে ওয়েস্ট। ইনস্টাগ্রাম পোস্টে নিজের নতুন দাঁত দেখিয়ে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন এ তারকা। পোস্টে তিনি নিজেকে জেমস বন্ড সিরিজের ‘দ্য স্পাই হু লাভড মি’ এবং ‘মুনরেকার’ সিনেমার আইকনিক ভিলেন জসের সঙ্গে তুলনা করেছেন। 

ডেইলি মেইল অনলাইনের প্রতিবেদন অনুসারে, ওয়েস্টের নতুন এ দাঁত হিরার চেয়েও দামি বলে জানিয়েছে এক সূত্র। এর ডিজাইনও করেছেন র‍্যাপার নিজেই। নতুন এই দাঁত বসাতে ওয়েস্টের খরচ হয়েছে প্রায় ৮ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকার বেশি। 

ওয়েস্টের এ নতুন দাঁত বসিয়েছেন লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলস শহরের ড. থমাস কনেলি ও মাস্টার ডেন্টাল টেকনিশিয়ান নাওকি হায়াশি। 

কনেলি ডেইলি মেইলকে বলেন, ‘কানিয়ের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। অনন্য ডিজাইনের ক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গি দাঁতের স্বাস্থ্যে নতুন এক ক্ষেত্র তৈরি করেছে। তাঁর দৃষ্টিভঙ্গি এবং দন্তবিজ্ঞান মিলে অভিনব এক চেহারা তৈরি হয়েছে।’ 

এর আগে ২০১০ সালে জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো এলেন ডিজেনারেস অনুষ্ঠানে নিচের পাটির সব দাঁত তুলে ফেলার কথা বলেছিলেন এ র‍্যাপার। এর বদলে তিনি বসিয়েছিলেন বহুমূল্য হিরা ও স্বর্ণের ইম্পল্যান্ট। 

অনুষ্ঠানে ওয়েস্ট এলেনকে বলেন, ‘আমার মনে হলো, হিরার দাঁত দেখতে সুন্দর হবে।’ অভিভূত এলেন জিজ্ঞেস করেন, ‘এটা তাহলে গ্রিল নয়?’ পশ্চিমের জনপ্রিয় সংস্কৃতিতে অনেক সেলিব্রিটিই দাঁতে দামি ধাতুর অলংকার পরেন। এটিকেই বলে গ্রিস বা গ্রিলজ। 

কানিয়ে বলেন, ‘এটা আসলেই আমার দাঁত। আমি নিচের পাটির দাঁত প্রতিস্থাপিত করেছি।’ তবে কানিয়ে দাঁত তুলে ফেলতে পারেন—এমনটি বিশ্বাস করতে পারেননি ভক্ত অনুরাগীরা।

২০২২ সালের অক্টোবরে একের পর এক ইহুদি–বিদ্বেষমূলক মন্তব্য করায় ওয়েস্টের সঙ্গে চুক্তি বাতিল করে অ্যাডিডাস, গ্যাপ ও ব্যালেন্সিয়াগার মতো নামি ব্র‍্যান্ড। 

সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, কানিয়ে ওয়েস্টের ১০ লাখ ডলার ট্যাক্স বকেয়া। তাঁর পোশাক ব্র্যান্ড ইজি অ্যাপারেলের বিরুদ্ধে তিন বছরে ৯ লাখ ৩৪ হাজার ডলার কর বকেয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানাধীন দুটি বাড়ির সম্পত্তি কর বকেয়া ১ লাখ ডলারের বেশি। 

গত মাসে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মালিবু সমুদ্রের কাছে ২০২১ সালের সেপ্টেম্বরে ৫৭ মিলিয়ন ডলারে কেনা একটি বাড়ি ৪০ লাখ মিলিয়নেরও কম দামে বিক্রির চেষ্টা করেছেন কানিয়ে ওয়েস্ট।

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী

বিপৎসংকেত পেয়ে এক বাড়িতে হাজির হয়ে যা আবিষ্কার করলেন নিরাপত্তাকর্মীরা

৫ কিলোমিটারের গন্তব্যে ৩৮১৯৭ টাকা ভাড়া নিল উবার

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

একদিনে ১০১ পুরুষের সঙ্গে বিছানায় তরুণী, টার্গেট ১ হাজার

লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!

বরের বয়স ১০০, কনের ১০২

দুর্গম দ্বীপটির জনসংখ্যা ২০, পাখি বাস করে ১০ লাখ

সেকশন