অনলাইন ডেস্ক
ট্রাফিক পুলিশকে পথের মোড়ে গম্ভীরমুখে দাঁড়িয়ে থেকে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখতেই অভ্যস্ত সাধারণ মানুষ। সেই অভ্যস্ত দৃশ্যে এবার রং চড়িয়েছেন ভারতের ইন্দোরের এক পুলিশ কর্মকর্তা। তাঁর নাম রঞ্জিত সিং। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, রঞ্জিত সিং নেচে গেয়ে অভিনব উপায়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে মানুষের প্রশংসায় ভাসছেন।
রঞ্জিত সিং ইন্দোরের ট্রাফিক কনস্টেবল। তিনি শহরের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিখ্যাত পপ গায়ক মাইকেল জ্যাকসনের আদলে নাচানাচি করেন। তাঁর এই দুর্দান্ত নাচের মুদ্রা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অনন্য কৌশল সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
ট্রাফিক কনস্টেবল রঞ্জিতের নেচে নেচে যানবাহন নিয়ন্ত্রণ করার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, তিনি এই প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে দুটি দরিদ্র শিশুকে রাস্তা পার হতে সাহায্য করছেন। এমন দৃশ্য দেখে অসংখ্য মানুষ রঞ্জিতের প্রশংসা করেছেন।
ওই শিশুদের একজন জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা ইন্দোরের ব্যস্ততম সড়ক হাইকোর্ট ক্রসিং পার হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু অসংখ্য গাড়ির কারণে তারা রাস্তা পার হতে পারছিল না। প্রচণ্ড রোদের মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের পা জ্বলতে শুরু করেছিল। তখন তারা অদূরে দাঁড়িয়ে থাকা ট্রাফিক কনস্টেবল রঞ্জিতের কাছে গিয়ে বলে, ‘স্যার, আমাদের পা জ্বলছে। আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না।’
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন রঞ্জিত সিং। তাঁর নেচে নেচে ট্রাফিক নিয়ন্ত্রণ করার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আকর্ষণীয় উপায়ে দায়িত্ব পালনের জন্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রেটি হয়ে উঠেছেন। অসংখ্য মানুষ এখন তাঁর সঙ্গে একটি সেলফি বা ছবি তোলার জন্য আসেন।
অভিনব ও মজার উপায়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করার স্বীকৃতি হিসেবে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন রঞ্জিত। শুরুর দিকে তাঁর কাজকর্মকে বাঁকা চোখে দেখতেন যেসব সহকর্মী, তাঁদের এখন প্রশিক্ষণ দেন তিনি।