Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

বিচিত্র ভালোবাসা, প্রিয়জনের নামে তেলাপোকার নাম!

অনলাইন ডেস্ক

বিচিত্র ভালোবাসা,  প্রিয়জনের নামে তেলাপোকার নাম!

ধরুন ভালোবাসা দিবসে প্রেমিক কিংবা প্রেমিকাকে উপহার দিতে চান। সে ক্ষেত্রে অদ্ভুত একটি সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানা। আপনার পছন্দের মানুষের নামে রাখতে পারবেন একটি তেলাপোকার নাম। এমন আশ্চর্য উপহার দিতে খরচও বেশি পড়বে না, ১৫ ডলার বা প্রায় সাড়ে ষোলো শ টাকা।

ভালোবাসা দিবসে উপহারটি পাওয়ার জন্য অর্ডার করতে হবে ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে। ভ্যালেন্টাইনস ডের আগে অস্বাভাবিক উপায়ে ভালোবাসা প্রকাশ করার প্রস্তাব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চিড়িয়াখানাটি এর নাম ব্রনোক্স। অবশ্য নিউ ইয়র্কের এই চিড়িয়াখানাটির ভালোবাসা দিবসে এমন অফার বেশ কয়েক বছর ধরেই দিয়ে আসছে। বলা চলে পুরোনো রীতি অব্যাহত রেখেই ব্রনোক্স চিড়িয়াখানা মানুষকে তাদের প্রিয় মনুষের নামে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে ১৫ ডলার খরচে। মজার ঘটনা এই সুযোগে অনেকে নিজের প্রাক্তন প্রেমিকার নামে তেলাপোকার নাম রেখেও মনের জ্বালা মেটাচ্ছেন। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।

উপহারটিতে আপনার প্রিয়জনকে একটি রঙিন প্রশংসাপত্র ই-মেইল করা হয়, যেখানে ঘোষণা করা হয় একটি মাদাগাস্কার হিশিং তেলাপোকার নামকরণ করা হয়েছে তাঁর সম্মানে। বাড়তি অর্থ যোগ করে তেলাপোকার সঙ্গে ভার্চ্যুয়ালি মুখোমুখি হওয়া, তেলাপোকা থিমের মোজাও মিলবে উপহারের তালিকায়।

এখানে জনিয়ে রাখা ভালো সর্বোচ্চ প্রায় চার ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া মাদাগাস্কার হিশিং ককরোচ বা তেলাপোকা পৃথিবীর সবচেয়ে বড় তেলাপোকার প্রজাতি গুলির একটি।

একটি টুইটে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের এই প্রচারণার বিষয়টি জানিয়ে লেখে, ‘আবারও এগিয়ে আসছে ভালোবাসা দিবস। শুধুমাত্র একটি উপহারের ছয়টি পা এবং রোমান্সের অপ্রতিরোধ্য একটি আবেদন রয়েছে। আপনার বিশেষ ব্যক্তির নামের ব্রনোস চিড়িয়াখানা মাদাগাস্কার হিশিং তেলাপোকার নাম দিন। একই সঙ্গে তাঁর প্রতি আপনার ভালোবাসা বড়, সাহসী অক্ষরে জানান দিন।’

ভালোবাসা দিবসটি উপহারটি পেতে চাইলে ৮ ফেব্রুয়ারির মধ্যে অর্ডার দিতে হবে। ওয়েবসাইটে চিড়িয়াখানাটি যোগ করে, ‘আপনার কাছে সব সময় মনের ভাব প্রকাশের সঠিক শব্দ থাকে না, তবে তারপরও আপনি তাকে আলোড়িত করতে পারেন। আপনার ভালোবাসার মানুষের নামে একটি তেলাপোকার নাম দিন, কারণ তেলাপোকার আবেদন চিরকালীন।’

নেইম-আ-রোচ ব্রনোক্স জাদুঘর শুরু করে ২০১১ সালে।  দেখা যায় কোনো মানুষ তেলাপোকার নাম রাখছে তাঁদের প্রাক্তন এমনকি স্ত্রীর আত্মীয়-স্বজনদের নামে। সিবিসি নিউজ জাদুঘরটির সূত্রে জানিয়েছে গত বছর ভালোবাসা দিবসের এই উপহারের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬ জন মানুষ এভাবে তেলাপোকার নামে কারও নাম রাখে।

এই প্রোগ্রামে উপার্জিত অর্থ বিশ্বের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটিকে দিয়ে দেওয়া হয়। গত বছর টরন্টো জু ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি একই ধরনের একটি নেইম-আ-রোজ প্রচারণা চালু করে।

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী

পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড়

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী